বাংলাদেশ এশিয়ার সেরা ফিল্ডিং দল:সাকিব

- আপডেট সময় : ০৬:২৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ১১৪ বার পড়া হয়েছে
এশিয়ার সেরা ফিল্ডিং দল বাংলাদেশ বলে মনে করেন অধিনায়ক সাকিব আল হাসান।মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।সিরিজ শেষে ফিল্ডিংয়ের প্রশংসা করেছেন বাংলাদেশ দলপতি।সাকিব আরও বলেন,আমাদের দলের পরিকল্পনা আছে যেন এশিয়ার সেরা ফিল্ডিং দল হতে পারি।আমার মনে হয় না আমরা খুব বেশি দূরে আছি।এই দলটা সম্ভবত এশিয়ার সেরা ফিল্ডিং দল।সাকিব মনে করেন,সিরিজে তাদের বড় উন্নতির জায়গা হচ্ছে এই ফিল্ডিং।অবশ্যই এটা সাধারণ যে কোনো মানুষের চোখে পড়েছে।
তিনি আরও বলেন,যে ধরনের ফিল্ডিং আমরা এই তিনটা ম্যাচে করেছি; ইংল্যান্ড এত ভালো ফিল্ডিং দল যে তাদের থেকেও ভালো করেছি।আমি বলব যে, সবকিছু বিবেচনা করলে সবচেয়ে বড় উন্নতি ফিল্ডিংয়ে। যেটা আমাদের সবসময় করা উচিত।প্রথম টি-টোয়েন্টিতে সাকিব জস বাটলারের ক্যাচ মিস করেছিলেন।তবে ম্যাচটিতে জয় পাওয়ায় সে বিষয়ে আর কোনো কথা হয়নি।যদিও সংবাদ সম্মেলনে সাকিব নিজেই তুলেছিলেন সেই প্রসঙ্গ। এবারো হয়তো সেই বিষয়টি মনে করে নিজেকে সেরা ফিল্ডারদের থেকে দূরে রাখলেন।