নগরী থেকে ভুয়া দন্ত চিকিৎসক আটক ॥ ৩০ দিনের কারাদন্ড

- আপডেট সময় : ০৩:১৬:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ১০৭ বার পড়া হয়েছে
নগরীর কাজিটুলা এলাকা থেকে এক ভুয়া দন্ত চিকিৎসককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ দিনের সাজা দেয়া হয়েছে।পাশাপাশি তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ও সিলেট জেলা প্রশাসন রোববার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।সাজাপ্রাপ্ত ব্যক্তি মো. সাইদুল ইসলাম (৩৪) নগরীর কাজীটুলা এলাকার বাসিন্দা মো. আব্দুল মালেকের পুত্র।
র্যাব জানায়,নগরীর স্ট্যান্ডার্ড ডেন্টাল কেয়ার এন্ড ক্যাপ সেন্টারে প্রতারণার আশ্রয় নিয়ে স্বীকৃত চিকিৎসক পরিচয়ে সনদ ব্যতীত জনসাধারণকে দাঁতের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন ওই ব্যক্তি।এ সংবাদের ভিত্তিতে ওই সেন্টারে অভিযান চালানো হয়।ডেন্টাল কেয়ার সেন্টারের মালিক পরিচয় প্রদানকারী ব্যক্তি দাঁতের চিকিৎসাসেবা দেয়ার প্রয়োজনীয় কাগজপত্র অভিযানকারীদের দেখাতে ব্যর্থ হন।এ সময় সিলেট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার ওই প্রতিষ্ঠান মালিক মো.সাইদুল ইসলামকে নিবন্ধন ব্যতীত ডেন্টাল চিকিৎসক পরিচয়ে ক্লিনিক পরিচালনা করে সাধারণ মানুষকে হয়রানির অপরাধে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ এর ২৮(১) এবং ২২(১) ধারা মোতাবেক উল্লিখিত জরিমানা ও দন্ড প্রদান করেন।