শান্তিগঞ্জ ও দিরাইয়ে বাঁধ পরিদর্শনে পানি সম্পদ সচিব

- আপডেট সময় : ০৬:৩৪:২১ পূর্বাহ্ন, সোমবার, ৬ মার্চ ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ জেলার ফসল রক্ষা বাঁধের কাজ পানি সম্পদ মন্ত্রণালয়ের তিনটি টিম তদারকি করছে। মন্ত্রণালয়ের উপ-সচিব ও সিনিয়র সহকারী সচিবদের নিয়ে ৯ সদস্য বিশিষ্ট পৃথক ৩টি কমিটি গঠন করা হয়েছে।
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ ও দিরাই উপজেলায় ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শনকালে পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান এসব কথা বলেন। গতকাল রোববার সকালে শান্তিগঞ্জ এবং দুপুরে দিরাই উপজেলার ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে সচিব বলেন, এ বছর ১ হাজার ৭৮টি পিআইসির মাধ্যমে হাওর এলাকায় ফসল রক্ষা বাঁধ নির্মাণ করা হচ্ছে। বাঁধের কাজে কোনো ধরনের অনিয়ম কিংবা দুর্নীতি হলে আইনের আওতায় আনা হবে। আগামীকাল ৭ মার্চের মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার ব্যাপারে আশাবাদী জানিয়ে তিনি বলেন, দেশের অন্যতম খাদ্য উৎপাদনশীল এলাকা এ হাওরাঞ্চল। হাওরাঞ্চলের এক ফসলী বোরো ধান কেটে কৃষকরা যাতে ঘরে তুলতে পারেন- এ ব্যাপারে সরকার আগেই সব ধরনের পদক্ষেপ নিয়েছে। কৃষকের গোলায় ফসল উঠানোর আগ পর্যন্ত পিআইসিসহ সংশ্লিষ্টদের মাঠে কাজ করার আহবান জানান তিনি।
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা জানান, শান্তিগঞ্জের খাই হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। সকাল সাড়ে ১০ টায় শান্তিগঞ্জ উপজেলার খাই হাওরে পানি উন্নয়ন বোর্ডের নির্মাণাধীন ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন তিনি। বাঁধ পরিদর্শনকালে স্থানীয় পিআইসি কমিটির লোকজনদের সাথে কথা বলেন এবং পিআইসিদের দ্রুত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করতে তাগিদ দেন।
এ সময় তিনি দ্বিতীয় কিস্তির টাকা দ্রুত সময়ের মধ্যে পিআইসিদের পরিশোধের আশ্বাস প্রদান করেন। খাই হাওরে বাঁধ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. দিদারে আলম মোহাম্মদ মকসুদ চৌধুরী, পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মো. শাহজাহান আলী, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের দায়িত্বে থাকা সহকারি কমিশনার (ভূমি) সকিনা আক্তার, পাউবোর পূর্ব রিজওয়নের অতিরিক্ত মহা-পরিচালক এসএম শহিদুল ইসলাম, পাউবোর উত্তর পূর্বের প্রধান প্রকৌশলী খুশি মোহন সরকার, পাউবোর তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ পাউবো বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, সুনামগঞ্জ পাউবো বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ সামসুদ্দোহা, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসও মাহবুব আলম, সাংবাদিকশাহজাহান চৌধুরী, সোহেল তালুকদার, হোসাইন আহমদ প্রমুখ।
এদিকে, দিরাই (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, গতকাল দুপুরে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের তুফানখালী বাঁধ পরিদর্শন করেছেন পানি সম্পদ সচিব। এর আগে উপজেলার কয়েকটি ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন তিনি। বাঁধ পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারেআলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, ফিমেইল একাডেমীর প্রতিষ্ঠাতা জামিল চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলী আহমদসহ সিলেট ও সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।