ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান মুরারিচাঁদ কলেজের দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে স্মরণসভা ৮ ঘন্টায় তিনবার ভূমিকম্পে কাঁপল দেশ সিলেটে ট্রাক,প্রাইভেট কারসহ গ্রেপ্তার ৩ ট্রাফিক আইন মেনে চলা এবং হেলমেট পরিধানকারী চালকদের ফুল দিয়ে শুভেচ্ছা মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রবীণ সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজের মৃত্যু: সাংবাদিকতার অঙ্গনে অপূরণীয় ক্ষতি হবিগঞ্জ সমিতি সিলেট’র অভিষেক সম্পন্ন পরিকল্পিত শিল্পায়ন ও অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে – আবু তাহের মুহাম্মদ জাবের এক মাস রাতে জিরাপানি খেলে শরীরে যেসব পরিবর্তন দেখবেন মাইলফলকের অপেক্ষায় থেকে লাঞ্চে মুশফিক-মুমিনুল বিশ্বের প্রথম পারমাণবিক বিস্ফোরণ সহনশীল ‘ভাসমান দ্বীপ’ নির্মাণ করছে চীন পশ্চিমতীরের ঐতিহাসিক স্থাপনা দখলের পরিকল্পনা ইসরাইলের

আগামী নির্বাচনকে জিহাদের ময়দান মনে করে কাজ করতে হবে: ডা. শফিকুর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের অমূল্য সম্পদ যুব সমাজ জেগেছে। তারাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। অদম্য দুঃসাহসী এই যুব শক্তিকে কাজে লাগাতে চাই। তাদের মাধ্যমেই তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যেখানে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ঠাই হবেনা। দুঃশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা কোন বাধাঁই মানবোনা। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো। ইনশাআল্লাহ।

তিনি বলেন, “প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কারো হাতে ইজারা দেয়া হয় নাই। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এতো মানুষ শহীদ হলো। দেশ মাতৃকার গর্বিত সন্তান আমাদের শহীদদের রক্তের মূল্য দিতে হবে। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে। শহীদের রক্ত বৃথা যেতে পারেনা। আইনী ভিত্তি ছাড়া জুলাই সনদের কোন মূল্য নেই। এজন্যই দেশের অধিকাংশ দল একসাথে গণভোটের দাবী জানাচ্ছে। এ বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের অবশ্যই গুরুত্ব দিতে হবে।

তিনি বুধবার (৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে আগামী নির্বাচনে সিলেট-২ ও ৩ আসনের জামায়াত দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম ও এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ ও জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের পথ সব সময়ই কঠিন। তবুও যথাসময়ে আল্লাহর সাহায্য আসায় কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়। নবী ও রাসুল (সাঃ) এর জীবনাদর্শে আমাদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ পাক দ্বীনের ময়দানে কাউকে একা ছেড়ে দেন না। মুসা (আঃ) কে সঙ্গ দিতে তার ভাই হারুন (আঃ) কেও আল্লাহ পাক নবী বানিয়েছিলেন। মুসা (আঃ) ফেরাউনের সাম্রাজ্যে কঠিন আঘাত করেছিলেন। আল্লাহ পাক তাঁকে বিজয় দান করেছিলেন। মুসা (আঃ) ফেরাউনের কবল থেকে তাঁর জাতিকে মুক্ত করেছিলেন। সেভাবে আল্লাহ পাক রাব্বুল আলামীনও আমাদের দেশকে মুক্ত করবেন। আমাদেরকে শুধু নৈতিকতার আলোকে দ্বীনের দায়িত্ব পালন করে যেতে হবে।

তিনি বলেন, “মানুষের ভোটের অধিকার রক্ষায় কারো কাছে মাথা নত করবোনা। মানুষের প্রকৃত মুক্তির জন্য প্রয়োজনে আবার রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক নাগরিককে তার ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনকে জিহাদের ময়দান মনে করে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভোট কেন্দ্রে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। এজন্য আমরা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ডের দাবী জানাচ্ছি। আগামী নির্বাচন দেশ জাতি ও ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি ইসলামী আন্দোলনের জনশক্তির মাথায় রেখে জনমত আদায়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আগামী নির্বাচনকে জিহাদের ময়দান মনে করে কাজ করতে হবে: ডা. শফিকুর

আপডেট সময় : ১২:২৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের অমূল্য সম্পদ যুব সমাজ জেগেছে। তারাই চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত করেছে। অদম্য দুঃসাহসী এই যুব শক্তিকে কাজে লাগাতে চাই। তাদের মাধ্যমেই তারুণ্য নির্ভর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়তে চাই। যেখানে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন ঠাই হবেনা। দুঃশাসন দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে আমরা কোন বাধাঁই মানবোনা। দেশপ্রেমিক ছাত্র-জনতাকে সাথে নিয়ে দুর্নীতি ও ঘুষের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো। ইনশাআল্লাহ।

তিনি বলেন, “প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে কারো হাতে ইজারা দেয়া হয় নাই। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে এতো মানুষ শহীদ হলো। দেশ মাতৃকার গর্বিত সন্তান আমাদের শহীদদের রক্তের মূল্য দিতে হবে। তাদের যথাযথ সম্মান নিশ্চিত করতে হবে। শহীদের রক্ত বৃথা যেতে পারেনা। আইনী ভিত্তি ছাড়া জুলাই সনদের কোন মূল্য নেই। এজন্যই দেশের অধিকাংশ দল একসাথে গণভোটের দাবী জানাচ্ছে। এ বিষয়টিকে অন্তর্বর্তী সরকারের অবশ্যই গুরুত্ব দিতে হবে।

তিনি বুধবার (৫ নভেম্বর) বিকেলে দক্ষিণ সুরমার একটি কমিউনিটি সেন্টারে আগামী নির্বাচনে সিলেট-২ ও ৩ আসনের জামায়াত দায়িত্বশীলদের নিয়ে অনুষ্ঠিত ভোট কেন্দ্র প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।

জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম ও এবং জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন সিলেট জেলা নায়েবে আমীর ও সিলেট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আব্দুল হান্নান, সিলেট অঞ্চল টীম সদস্য ও সিলেট-১ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা সেক্রেটারি ও সিলেট-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. জয়নাল আবেদীন, সিলেট মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সিলেট-৩ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা লোকমান আহমদ ও জেলা সহকারী সেক্রেটারী মাওলানা মাশুক আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে আমীরে জামায়াত বলেন, “ইসলামী আন্দোলনের কর্মীদের পথ সব সময়ই কঠিন। তবুও যথাসময়ে আল্লাহর সাহায্য আসায় কঠিন পরিস্থিতি সহজ হয়ে যায়। নবী ও রাসুল (সাঃ) এর জীবনাদর্শে আমাদের জন্য রয়েছে শিক্ষা। আল্লাহ পাক দ্বীনের ময়দানে কাউকে একা ছেড়ে দেন না। মুসা (আঃ) কে সঙ্গ দিতে তার ভাই হারুন (আঃ) কেও আল্লাহ পাক নবী বানিয়েছিলেন। মুসা (আঃ) ফেরাউনের সাম্রাজ্যে কঠিন আঘাত করেছিলেন। আল্লাহ পাক তাঁকে বিজয় দান করেছিলেন। মুসা (আঃ) ফেরাউনের কবল থেকে তাঁর জাতিকে মুক্ত করেছিলেন। সেভাবে আল্লাহ পাক রাব্বুল আলামীনও আমাদের দেশকে মুক্ত করবেন। আমাদেরকে শুধু নৈতিকতার আলোকে দ্বীনের দায়িত্ব পালন করে যেতে হবে।

তিনি বলেন, “মানুষের ভোটের অধিকার রক্ষায় কারো কাছে মাথা নত করবোনা। মানুষের প্রকৃত মুক্তির জন্য প্রয়োজনে আবার রক্ত দিতে প্রস্তুত থাকতে হবে। প্রত্যেক নাগরিককে তার ভোট প্রদানের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আগামী নির্বাচনকে জিহাদের ময়দান মনে করে কাজ করতে হবে। ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ভোট কেন্দ্রে পাহারাদারের দায়িত্ব পালন করতে হবে। এজন্য আমরা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ডের দাবী জানাচ্ছি। আগামী নির্বাচন দেশ জাতি ও ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি ইসলামী আন্দোলনের জনশক্তির মাথায় রেখে জনমত আদায়ে পরিকল্পিতভাবে কাজ করতে হবে।