হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট, গ্রেফতার ৬
- আপডেট সময় : ০১:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
হবিগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ উপজেলায় মাদক বিরোধী মোবাইল কোর্ট অভিযানে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার (৫ নভেম্বর) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, হবিগঞ্জের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব পল্লব হোম দাস এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আরিফুর রহমান শান্ত-এর নেতৃত্বে দাউদনগর বাজার ও রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে হাতেনাতে ৬ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়। পরে দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট পৃথকভাবে মোবাইল কোর্ট বসিয়ে মোট ৬টি মামলা রুজু করেন। প্রতিটি মামলায় আসামিদের ২ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
গ্রেফতারকৃতদের পরিচয়: চুনারুঘাট উপজেলার লালচান্দ চা-বাগান গ্রামের শামসু মিয়ার পুত্র মোঃ মিলন মিয়া (১৯), হবিগঞ্জ সদর উপজেলার পশ্চিম ভাদৈ গ্রামের মৃত আঃ সাত্তারের পুত্র মোঃ সাইফুল ইসলাম (৪২), শায়েস্তাগঞ্জ উপজেলার দক্ষিণ লেঞ্জাপাড়া গ্রামের মৃত আবু মিয়ার পুত্র আকতার মিয়া (৪০), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের বাদশা মিয়ার পুত্র মোঃ আব্দুল আলিম (২৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বিরামচর গ্রামের মৃত চেরাক আলীর পুত্র মোঃ ছায়েদ আলী (২৫), শায়েস্তাগঞ্জ উপজেলার বাগনিপাড়া গ্রামের হোসেন মিয়ার পুত্র মোঃ উজ্জ্বল মিয়া (২৩)।
অভিযান চলাকালে উদ্ধারকৃত গাঁজার নমুনা কোর্টে প্রদর্শনের জন্য সংরণ করা হয় এবং অবশিষ্ট অংশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্য ও স্থানীয় প্রশাসনের প্রতিনিধিরা উপস্থত ছিলেন।


























