সিলেটে জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে আটক ৩১ লাখ টাকার ও চোরাই পণ্য

- আপডেট সময় : ১২:২৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৩১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ১৯ ব্যাটালিয়ন।
বুধবার (১৫ অক্টোবর) রাত ও বৃহস্পতিবার ভোরে এসব পণ্য ও গরু মহিষ আটক করা হয়।
বিজিবি জানায়, জৈন্তাপুর বিওপি’র আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে ১৬টি ভারতীয় গরু, ১টি মহিষ ও একটি ইজিবাইক আটক করা হয়। এসবের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৯০ হাজার টাকা।
ওই রাতেই সুরইঘাট ও লালাখাল বিওপি’র টহল দল জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলার সীমান্ত থেকে ৩টি ভারতীয় গরু, ৫০০ কেজি সুপারি, ৩০০ কেজি পেঁয়াজ, ১৬০ কেজি চা পাতা ও ২টি সিএনজিচালিত অটোরিকশা আটক করা হয়। এসবের সিজারমূল্য প্রায় ১৫ লাখ ৪৪ হাজার টাকা।
বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার এ প্রসঙ্গে বলেন, চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান চলবে।