সিলেটে জুয়াখেলা থেকে গ্রেফতার ৭

- আপডেট সময় : ০২:০৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটের মোগলগাঁও বাজার থেকে ৭ ব্যক্তিকে গ্রেফতার করেছে জালালাবাদ থানাপুলিশ। সরাসরি জুয়াখেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর, শুক্রবার দিবাগত রাত) ১২টার পর তাদের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে ধরা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জালালাবাদ থানার মোগলগাঁও এলাকার মৃত সোনা মিয়ার ছেলে আবু লেইছ (৪৮), মৃত ময়না মিয়ার ছেলে ( আজিজুর রহমান (৪০), মৃত মছদ্দর আলীর ছেলে আব্দুল করিম (৩৮), মৃত আব্দুর রহিমের ছেলে মো. আল আমিন (৩৫), আজুর আলীর ছেলে মো. জমির আলী (৫০), মৃত তজমুল আলীর ছেলে মো. ফয়জুল হক (৩৮), মৃত মখলিছ আলীর ছেলে আজিজুর রহমান (২৮)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোগলগাঁও বাজার সংলগ্ন জনৈক আক্তারের টিনসেডের ঘর থেকে হাতেনাতে গ্রেফতারের সময় জুয়াখেলার সামগ্রীসহ নগদ ২ হাজার ১৯৫ টাকা জব্দ করা হয়েছে।
তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (নং ৮১/২৫) দায়ের করে সবাইকে আদালতে সপোর্দ করা হয়েছে।