বৃন্দাবন টিভি পরিবারের উদ্যোগে গীতা একাডেমিতে উপহার প্রদান

- আপডেট সময় : ০১:৫৯:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫ ৪ বার পড়া হয়েছে
প্রেস বিজ্ঞপ্তি
বৃন্দাবন টিভি পরিবারের পক্ষ থেকে গীতা একাডেমি পনিটুলা সিলেটকে বাদ্যযন্ত্র উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে এক অনুষ্ঠান ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় সিলেট নগরের পল্লবী আবাসিক এলাকা পনিটুলায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পল্লবী আবাসিক এলাকা পনিটুলা পঞ্চায়েত কমিটির প্রধান মুরব্বী ও পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা প্রদীপ কুমার ঘোষ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- গীতা একাডেমি পনিটুলা সিলেটের প্রধান শিক্ষিকা শতরূপা তুলসী দেবী দাসী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পনিটুলা পঞ্চায়েত কমিটির মুরব্বী শৈলেন কুমার ঘোষ, গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক (অব.) সুধাশু কুমার চন্দ, বৃন্দাবন টিভি পরিবারের সদস্য দেবাশীষ পাল, স›দ্বীপ চক্রবর্ত্তী, বাপ্পন চক্রবর্ত্তী, রাজন মালাকার, পনিটুলা সর্বজনীন পূজা উদযাপন পরিষদের সভাপতি সুদীপ ঘোষ টুটল, সাধারণ সম্পাদক বিকাশ ঘোষ, সঙ্গীত শিল্পী অপর্ণা চন্দ, শ্যামা সূত্রধর ও কেশব চন্দ।
সমস্ত অনুষ্ঠান পরিচালনা করেন- সিলেট জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি (২য়) ও গীতা একাডেমি পনিটুলা সিলেটের কো-অর্ডিনেটর সজল ঘোষ।
অনুষ্ঠানে গীতা একাডেমি পনিটুলা সিলেটের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
বৃন্দাবন টিভি পরিবারের পক্ষ থেকে গীতা একাডেমি পনিটুলা সিলেটকে বাদ্যযন্ত্র উপহার প্রদানে সার্বিক সহযোগিতা করেন- বৃন্দাবন টিভির সদস্য, সমাজসেবী দেবাশীষ পাল ও সন্দীপ চক্রবর্ত্তী রূপক।