অপরাধীদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো বৈষম্যের সুযোগ নেই-এসএমপি কমিশনার

- আপডেট সময় : ০৩:১৫:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট মহানগর পুলিশের কমিশনার ও অতিরিক্ত আইজিপি মো. রেজাউল করিম পিপিএম বলেছেন, ইতিমধ্যেই আকবরকে গ্রেপ্তারের উদ্যোগ নিয়েছে পুলিশ। অপরাধীদের গ্রেপ্তারের ব্যাপারে কোনো বৈষম্যের সুযোগ নেই।
তিনি বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকালে কোতোয়ালী মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির পুণঃনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আকবরের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ ছিল।
২০২০ সালের ১০ অক্টোবর রাতে সিলেট মহানগরীর আখালিয়া এলাকার যুবক রায়হান উদ্দিনকে তুলে নিয়ে এই বন্দরবাজার পুলিশ ফাঁড়িতেই নির্যাতন করা হয়। গুরুতর আহত অবস্থায় পরদিন সকাল সাড়ে ৭টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
বিষয়টি জানাজানি হলে প্রতিবাদের ঝড় উঠে। পরে কানাইঘাটের ডোনা সীমান্তে ভারতীয় খাসিয়ারা পুলিশের বহিস্কৃত এসআই ও বন্দরবাজার ফাঁড়ির সাবেক ইনচার্জ আকবরকে ধরে বাংলাদেশী কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
এরপর থেকে আকবর কারাগারেই ছিলেন। তবে গত ১০ আগস্ট হঠাৎ উচ্চ আদালত তাকে জামিন দিলে পরদিন তিনি মুক্তি পান।
এই খবর জানাজানি হলে সিলেটজুড়ে আবারও প্রতিবাদের ঝড় উঠে। পরে ১৪ আগস্ট চেম্বার জজ জামিনের আদেশ বাতিল করেন এবং ১০ দিনের মধ্যে আকবরকে আত্মসমর্পনের নির্দেশ দেন।
তবে তা আর হয়নি। আকবর আত্মসমর্পন করেন নি। এমনকি, বৃহস্পতিবার রায়হান হত্যামালার শুনানীতেও তিনি উপস্থিত হন নি। চলছে তুমুল আলোচনা। জামিনে বেরিয়েই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন- এমনটাই ধারনা সংশ্লিষ্ট সব মহলের।