সিলেট সাদাপাথরে হেল্প বুথ স্থাপন- অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত

- আপডেট সময় : ০৪:০২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫ ১১ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা-সিলেট-ময়মনসিংহ বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, ‘সাদাপাথর পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সর্বদা কাজ করছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের আরো উন্নত সেবা দিতে ট্যুরিস্ট পুলিশের ২টি হেল্প বুথ স্থাপন করা হবে। সেখানে পর্যটকরা তাদের সমস্যার কথা বলতে পারবেন ট্যুরিস্ট পুলিশের কাছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় কোম্পানীগঞ্জের সাদাপাথর পর্যটন এলাকায় স্থানীয় স্টেকহোল্ডার এবং কমিউনিটি পুলিশং সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
এসময় ব্যবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, গাড়ি পার্কিং এরিয়া নিরাপত্তার আওতায় আনতে হবে। বাজারের বর্জ অপসারণের জন্য নির্দৃষ্ট একটি জায়গায় ডাস্টবিন স্থাপন করা ও বাজারে ওয়াশ ব্লক স্থাপন করা অত্যান্ত জরুরি।
সভায় জানানো হয়, ইতোমধ্যে সাদাপাথরে সার্বক্ষনিক একটি ডুবুরি দল রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলাপ করা হয়েছে। তাছাড়া এম্বুলেন্স সার্ভিস ও পার্কিং এরিয়ার নিরাপত্তার জন্য ট্রাফিক পুলিশ দেওয়ার জন্য প্রস্তাব করা হয়েছে। পর্যটকদের কাছে কেউ যাতে মাদক বিক্রি করতে না পারে তার জন্য ট্যুরিস্ট পুলিশ সর্বদা মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।
ট্যুরিস্ট পুলিশ ভোলাগঞ্জ জোন (প্রস্তাবিত) এর আয়োজনে ভোলাগঞ্জ জোনের ইনচার্জ ওসি অভিরঞ্জন দেবের সভাপতিত্বে ও এসআই বকুল সাহার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ট্যুরিস্ট পুলিশের সিলেট রিজনের অতিরিক্ত পুলিশ সুপার মতিউর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাদাপাথর পর্যটন ব্যবসায়ী সমিতির সিনিয়র সহসভাপতি লিটন মিয়া, সাধারণ সম্পাদক সফাত উল্লা, সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, কোষাধ্যক্ষ সালাহ উদ্দিন, নৌকা মাঝি সমিতির সাধারণ সম্পাদক মইন উদ্দিন প্রমুখ।