সাংবাদিক নজরুল ইসলাম শিপারস্বেচ্ছাসেবক লীগ নেতা নয়
- আপডেট সময় : ০২:২৯:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি :
গত ২৩ সেপ্টেম্বর বিকাল ৩টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের গেইট এলাকা থেকে র্যাব-৯ এর হাতে আটক সাংবাদিক নজরুল ইসলাম শিপার সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের কর্মী বা সদস্য নয়।
২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবরে রুহুল ইসলাম মিঠু এক আবেদনে এসব তথ্য জানান। আবেদনে তিনি উল্লেখ করেন, মিথ্যা তথ্য দিয়ে অসৎ ভাবে ফাসাতে শিপারকে স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজিয়ে মামলায় অভিযুক্ত করা হয়। ডকেট নং ২০, তাং- ২৪-০৯-২৪ইং।
শিপার সিলেট সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি। তার বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানার একটি মামলায় ৪৩নং আসামী করা হয়েছে। মামলার বাদী আক্কাস আলীকে শিপার চিনেন না। তেমনি বাদীও শিপারকে চিনেন না।
সিলেট নগরীর নয়াসড়কে নান্না বিরানী হাউজের কর্মচারী আক্কাস আলী বাদী হয়ে গত ২৮ আগস্ট কোতোয়ালী মডেল থানায় ২৫০/৩০০ জনের বিরুদ্ধে বিগত ৪ আগস্ট নগরীতে একটি সহিংস ঘটনা কেন্দ্র করে মামলা রুজু করেন। ঐ মামলায় নজরুল ইসলাম শিপারকে ৪৩নং আসামী করা হয়। শিপার একজন গণমাধ্যম কর্মী। তিনি মাইটিভি চ্যানেলের সাবেক সিলেট ব্যুরো চীফ।
মামলার সত্যতা জানতে, নয়াসড়ক এলাকার দু’জন বাসিন্দার স্মরণাপন্ন হলে এবং নান্না বিরানী হাউস পর্যবেক্ষণ করে জানা যায়, মামলার বাদী একজন দোকান কর্মচারী। কোন মতে স্বাক্ষর দিতে পারেন। মামলার হওয়ার পর থেকে বাদীর মোবাইল ফোন বন্ধ। বাদী যে স্থায়ী ঠিকানা উল্লেখ করা হয়েছে, সেই ঠিকানায় খোঁজ করে তাকে পাওয়া যায়নি এবং বাদী অস্থায়ী ঠিকানায়ও তিনি নেই। মামলার এজাহার ভুক্ত ১ম সারির প্রকৃত আসামীকে গ্রেফতার না করে ৪৩নং আসামীর প্রকৃত সত্যতা না জেনে শোনে নজরুল ইসলাম শিপারকে গ্রেফতার করা রহস্যজনক।
আবেদনে উল্লেখ করা হয়, সাংবাদিক নজরুল ইসলাম শিপারকে ব্যক্তিগত শত্রুতা ও হিংসাগত কারণে ব্যক্তি অসৎ ফায়দা হাসিল করতে গিয়ে তাকে হয়রানী করার উদ্দেশ্যে অত্র মামলায় গুজব লিখিয়ে আসামী করা হয়েছে।
নজরুল ইসলাম শিপার একজন ডায়বেটিস, কিডনী ও শ্বাসকষ্ট জনিত রোগী। তার বিরুদ্ধে হয়রানীকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার কারামুক্তির জোর দাবী জানানো হয়েছে।
জেলা প্রশাসাক বরাবরে আবেদনে উল্লেখ করা হয়, সিলেটে আগস্ট মাসে সংঘটিত সহিংস কয়েকটি ঘটনা চলাকালে অন্য এলাকায় খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক শিপার গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে একটি হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ৪ আগস্ট সহিংস ঘটনা চলাকালে নয়াসড়ক এলাকায় কোন প্রকার তার উপস্থিতি ছিল না।
সিলেট সাংবাদিক ইউনিয়ন সহ অন্য কয়েকজন গণমাধ্যম কর্মীবৃন্দ কারাগারে আটক সাংবাদিক নজরুল ইসলাম শিপারের মুক্তি দাবী এবং তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের আহবান জানান।



















