পুলিশ বিপিএম-পিপিএম পদক পাচ্ছেন এসপিসহ ২-ওসি

- আপডেট সময় : ০৯:৫৯:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৪ ১১২ বার পড়া হয়েছে

মৌলভীবাজার প্রতিনিধি :
বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ পুলিশ পদক’বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক’ (পিপিএম) পদকে ভূষিত হয়েছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান এবং মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম ও কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়। তাদের মধ্যে পুলিশ সুপার বিপিএম ও দুই ওসি পিপিএম পদকে ভূষিত হয়েছেন।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনজুর রহমান জানান, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, কর্তব্যনিষ্ঠা, সততা ও অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আমাকে বিপিএম ও আমার দুই থানার ওসিকে পিপিএম পদকে ভূষিত করা হয়েছে।তিনি আরও জানান, আগামী ২৮ ফেব্রুয়ারি রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশের বার্ষিক প্যারেড অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক পরিয়ে দিবেন।