সৌদি আরবে ভারতীয়কে হত্যা, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

- আপডেট সময় : ০৫:১৭:০২ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
সৌদি আরবে এক ভারতীয়কে হত্যার দায়ে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। অর্থ নিয়ে বিরোধের জের ধরে ওই হত্যাকাণ্ড ঘটে।সৌদি গণমাধ্যমের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে গত শুক্রবার জানানো হয়, সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জাজান অঞ্চলে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, একটি প্রাইভেট কারের (গাড়ি) ভেতরে শ্বাসরোধে ভারতীয়কে হত্যা করেন দুই বাংলাদেশি। হত্যার সময় মারাত্মক বিষাক্ত কীটনাশক ওই ভারতীয়র মুখে স্প্রে করা হয়। পরে লাশ গুম করার জন্য মাটিচাপা দেওয়া হয়। তবে পুলিশ দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরে বিচারে দোষী সাব্যস্ত হলে তাঁদের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত।মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির পরিচয় উল্লেখ করা হয়নি প্রতিবেদনে। হত্যাকাণ্ডের তারিখ ও মৃত্যুদণ্ড কার্যকরের তারিখও উল্লেখ করা হয়নি।