সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারে ফেন্সিডিলসহ আটক-১

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:১৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১০৮ বার পড়া হয়েছে
মৌলভীবাজার থেকে : জোসেপ আলী চৌধুরী
মৌলভীবাজার সদর থানা এলাকায় ৮ বোতল ফেনসিডিলসহ বিশ্বজিৎ দাশ (৩০) নামে একজনকে আটক করেছে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ ডিসেম্বর রাতে সদর থানার এসআই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল রোডের ভিলেজ স্টোর নামক দোকানে অভিযান পরিচালনা করে বিশ্বজিৎ দাশকে আটক করা হয়।
এ সময় দোকানের ক্যাশ বাক্সের ভেতর থেকে ০৮ বোতল ফেনসিডিল উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
এদিকে আটককৃত বিশ্বজিৎ দাশ হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার কাগাপাশা গ্রামের মন্টু দাশের ছেলে। বর্তমানে সে মৌলভীবাজার সদরের কাশীনাথ রোডে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে।
আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।