জেলা সমাজসেবা কমপ্লেক্সের ফলক উম্মোচন করলেন সিসিক মেয়র

- আপডেট সময় : ০৫:৪৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ৮০ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক:
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন,আমি নগর পিতা নয়, নগরের সেবক হিসাবে কাজ করতে চাই।এ সরকারের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়।তৃনমূল পর্য্যায়ে এসরকারের উন্নয়ন কর্মকান্ড সাধারন মানুষের কাছে তুলে ধরতে হবে। একটি সরকার দেশ উন্নত হতে হলে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সের ফলক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আজ (১৪ নভেম্বর) মঙ্গলবার দুপুরে সিলেট জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসানের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্য্যালয়ের উপ পরিচালক মো.আব্দুর রফিকের পরিচালনায় ফলক উম্মোচন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক এমপি ও আওয়ামীলীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দা জেবুন্নেছা হক,মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিটের সাবেক কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল,মুক্তিযোদ্ধা আবুল কালাম,সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সালমা বাসিত, অতিরিক্ত পুলিশ সুপার সিলেট জেলা পুলিশ শেখ মো.সেলিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোবারক হোসেন, বিভাগীয় সমাজসেবা কার্য্যালয়ের উপপরিচালক নিবাস রঞ্জন দাস,সমাজসেবা আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সোলেমান মজুমদার,জেলা সমাজসেবা কার্য্যালয়ের সহকারী পরিচালক মো.নাজিম উদ্দিন,রফিকুল হক।এ সময় সিলেট জেলা সমাজসেবা অধীনে পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।উল্লেখ্য,প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ঢাকা থেকে সারা বাংলাদেশের ২২টি জেলা সমাজসেবা কমপ্লেক্স উদ্বোধন করেন।পরে স্থানীয়ভাবে এর ফলক উম্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।