১লা নভেম্বর থেকে সিলেট ননস্টপ আন্তঃনগর ট্রেন যাবে কক্সবাজার

- আপডেট সময় : ০১:২৩:৪২ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৯৮ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:
সিলেট বাসীর হতে যাচ্ছে স্বপ্ন পূরণ।চালু হচ্ছে বহুল আকাঙ্ক্ষিত সিলেট-কক্সবাজার আন্তঃনগর রেল। আগামী ১লা নভেম্বর থেকে ঢাকা-সিলেট ও সিলেট–কক্সবাজার রোডে নতুন ননস্টপ আন্তঃনগর দুটি ট্রেন সংযুক্ত করা হচ্ছে, চালু হলে সিলেটের মানুষ খুব সহজেই যেতে পারবেন কক্সবাজার।
বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন সূত্রে জানা যায়,ঢাকা-সিলেট রুটে নতুন ননস্টপ ট্রেন চলবে নতুন কোরিয়ান রেক দিয়ে। ঢাকা ছাড়বে সকাল ৯:৩০ মিনেটে এবং সিলেট পৌঁছাবে বিকাল ৩.১০ মিনেটে।সিলেট থেকে ট্রেনটি ছাড়বে বিকাল ৪টার পরে এবং ঢাকায় ঢুকবে রাত ১১টায়।
এক্ষেত্রে পারাবত এক্সপ্রেসের সময়সূচিতে কিছুটা সমন্বয় করে ওয়াশপিত হবে সিলেটে।সেই সাথে সিলেট থেকে সরাসরি কক্সবাজার রোডে নতুন আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন যাত্রা শুরু করা হচ্ছে, জানা যায় ট্রেনটি সিলেট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছাড়বে সকাল ৭:৩০ মিনিটে আর কক্সবাজার পৌছাবে বিকাল ৫ টায় এবং কক্সবাজার থেকে ট্রেন ছাড়বে রাত ৮টায় ছেড়ে সিলেট পৌঁছাবে ভোর ৫:৩০ মিনিটে।