কৃষি খামারের জমি খুঁড়তে গিয়ে ৭ শতাধিক স্বর্ণমুদ্রা পেয়েছেন এক কৃষক।

- আপডেট সময় : ১১:৩৫:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ৭২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য কেনটাকির ব্ল–গ্রাস স্টেট এলাকার একটি কৃষি খামারের জমি খুঁড়তে গিয়ে ৭ শতাধিক স্বর্ণমুদ্রা পেয়েছেন এক কৃষক।
অ্যান্টিক মুদ্রা ক্রয়-বিক্রিয়ের সঙ্গে সংশ্লিষ্ট মার্কিন কোম্পানি গোভমিন্ট ডটকম তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে। গোভমিন্ট ডটকম মুদ্রাগুলো জেফ গ্যারেট নামের আর একটি অ্যান্টিক মুদ্রা ব্যবসায়ী সংস্থার মধ্যস্থতায় খামারের মালিকের কাছ থেকে স্বর্ণমুদ্রাগুলো কিনে নিয়েছে।
যে খামারের জমি থেকে এই মুদ্রাগুলো উদ্ধার করা হয়েছে সে খামারির নাম, যে কৃষক জমি খুঁড়েছিলেন তার পরিচয় গোপন রেখেছে সংস্থাটি।
কোম্পানির ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, স্বর্ণমুদ্রাগুলোর সবই ১৮৪০ থেকে ১৮৬৩ সালের মধ্যে তৈরি হয়েছিল। উদ্ধার হওয়া এই মুদ্রাগুলোর কোনোটার দাম এক ডলার, কোনোটা ১০ ডলার অথবা কোনোটার দাম ২০ ডলারের মতো। স্বর্ণমুদ্রাগুলোর মধ্যে ২০ ডলারের মুদ্রার সংখ্যা রয়েছে মাত্র ১৮টি।