সিলেট সিটি করপোরেশন সিসিক’র নির্মাণাধীন ভবন থেকে পাইপের আগাতে সেনা সদস্যর মৃতু্

- আপডেট সময় : ১২:৫২:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
সিলেট সিটি করপোরেশন সিসিক’র নির্মাণাধীন ভবন থেকে লোহার পাইপ পড়ে মাথায় আঘাত পেয়ে সেনা সদস্যের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ৩ জুন শনিবার রাতে সেনাবাহিনীর এক কর্মকর্তা সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিকসহ পাঁচজনের নামে উল্লেখ করে এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের অজ্ঞাত আরও দুইজনসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার আসামিরা হলেন : ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কোম্পানির মালিক মো. জামাল উদ্দিন, সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, জামাল অ্যান্ড কো. এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, ক্রেনচালক মো. সাদেক, প্রতিষ্ঠানটির অজ্ঞাত ব্যবস্থাপক ও অজ্ঞাত সব ঠিকাদার।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ। এর আগে শনিবার বিকেল তিনটার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকার সিটি সুপার মার্কেটের নিচতলা দিয়ে হেটে যাওয়ার সময় হঠাৎই মাথার পেছনে লোহার পাইপ পড়ে মো. দেলোয়ার হোসেন নামে এক সেনাসদস্য আহত হন।
পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি মেহেরপুরের গাংনী থানাধীন জগিরগোফার রায়পুর গ্রামে। তিনি ল্যান্স করপোরাল হিসেবে সিলেট ক্যান্টনমেন্টের ৫০ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টে কর্মরত ছিলেন। এদিকে এ ঘটনার পরপরই সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী প্রধান প্রকৌশলীকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিলেন।
কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ ছাড়া ঘটনার পরপরই পুলিশ নির্মাণাধীন ভবনে কর্মরত ১৭ জনকে আটক করেছিল। তবে পরে শনিবার রাতেই তাদের সেনাবাহিনী কর্তৃপক্ষের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে বলে জানান সিলেট কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলী মাহমুদ।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলী মাহমুদ বলেন, মামলার অভিযোগে অবহেলাজনিত কারণে মৃত্যু ঘটানোর অভিযোগ আনা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।