ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫, ৫ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে- অস্ত্রসহ আটক বিএনপি নেতার ছেলে এডভোকেট গাফফার ও বাবলুর সুস্থতা কামনায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের দোয়া ভোর রাতে সিলেটে গোয়াইনঘাটে যুবক খু ন বিশ্বনাথে শিশু নির্যাতন, ইউপি চেয়ারম্যান’সহ ৫ জনের বিরুদ্ধে মা ম লা ৫০কোটি টাকার ভারতীয় চিনির চালান আটক বিশ্বনাথে ঘুষ নেওয়ার অভিযােগে এস আই আলীম উদ্দিন ক্লো জ নারকেল তেলের সঙ্গে যা মেশালে কমবে চু ল পড়া প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক লতিফেহকে গ্রেফতার করল ইসরাইল অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও জেসিআই ঢাকা ইউনাইটেডের সমঝোতা চুক্তি

৫ কোটি টাকার ভূমি দখলের চেষ্টা,সীমানা প্রাচীর ভাংচুর শিরোনামের সংবাদ প্রকাশ করায় ভিন্নমত পোষণ ও প্রতিবাদ জানান তাহের আলী।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৬১ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,,

৩১ মে ২০২৩ ইংরেজি রোজ বুধবার সিলেট বিভাগীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানান। তিনি বলেন একটি কুচক্রী মহল সত্যকে আড়াল করে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট ও কাল্পনিক গল্প সাজিয়ে জাতির বিবেক সাংবাদিকদের ভূল বুঝিয়ে আদালতের রায়কে পাশ কাটিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়ে দেশবাসীর সামনে আমার সম্মানহানী করেছে। আমি এই প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন প্রকৃত ঘটনাকে আড়াল করে বিবাদী পক্ষ তাদের মনগড়া বক্তব্য গত ২৪ মে ২০২৩ ইং জাতীয় দৈনিক মানবজমিন ও স্থানীয় অনলাইন লাতু এক্সপ্রেস পত্রিকায় “২০লাখ টাকার চাঁদা দাবী, বড়লেখায় প্রবাসীর ৫ কোটি টাকার ভূমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাংচুর শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে । সেই প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হলে দেশবাসীকে সত্য ঘটনা জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। তিনি আরও বলেন বাদী পক্ষ তাদের অবৈধ কাজকে প্রতিষ্ঠিত করতে আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করে বিচারালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে ভূলন্টিত করেছে। যা আমাকে হতবাক করেছে । প্রকাশিত সংবাদে যে ভূমির কথা বলা হয়েছে প্রকৃতপক্ষে উক্ত ভূমির বৈধ মালিক ও দখলকার আমি তাহির আলী। তিনি বলেন আর,এস,রের্কডীয় মালিক আব্দুল গণি চৌধূরী হইতে খরিদ মূলে ও দখল সূত্রে বিগত ২৫ জানূয়ারী ১৯৯৮ ইংরেজি হইতে সর্ব সাধারণের জ্ঞাতসারে শান্তিপূর্ণ ভাবে দখলে আছেন । তাহির আলীর দখলে থাকা উক্ত ভূমি বেআইনিভাবে আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে বিবাদী বদরুল ইসলাম গং কুচক্রী মহল,জাল,যোগাযোগী, বেআইনি, অকার্যকর দলিল পত্র কাগজাত সৃজন করিয়াছেন। বিবাদী ভূমিতে দখলে প্রবেশ করতে না পারিয়া তাহির আলী ও তাহার সদ্য দেশে আসা পুত্র করিম মিয়া ও তাহার হিতাকাঙ্ক্ষী সহজ সরল কয়েক নিরীহ লোককে নানাভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার জন্য তাহাদের বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগে গত ১৫ মে ২০২৩ ইংরেজি তারিখে ফৌজদারী মামলা নং সি, আর ,১৯২/২৩ বড়লেখা কোটে দায়ের করিয়াছেন। যা সুষ্ঠু তদন্ত হইলে এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হইবে। তাহির আলী বলেন আমি বয়োবৃদ্ধ ও অসুস্থ আমার ছেলে প্রবাসে থাকার কারণে আমি আমমোক্তারনামার মাধ্যমে জৈনেক আব্দুল মালিককে আমার প্রতিনিধি নিয়োগ করি, যিনি আমার পক্ষে মামলা পরিচালনা করিতেছেন । বিরোধীয় ভূমি বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মৌলভীবাজার আদালতে বিগত ২০ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে আব্দুল গণি চৌধূরী গং এর বিরুদ্ধে স্বত্ব ৪৯/২০২২ ইংরেজি নং মোকদ্দমা পরিচালনা করিয়া আসিতেছি । তাই উক্ত ভূমি থেকে তাহির আলীকে বেদখল না করা এবং ভোগ দখলে কোনরূপ বাধা বিঘ্ন সৃষ্টি না করার জন্য বিজ্ঞ জেলা জজ মহোদয় মৌলভীবাজার দেওয়ানী বিবিধ আপীল মোকদ্দমা নং-২৬/২০২৩ইং মোকদ্দমায় মো: নছিব আলী,পিতা মৃত আইয়ুব আলী,সাং ও ডাক-সুজাসগর ,থানা-বড়লেখা, এবং বদরুল ইসলাম, পিতা-মৃত আকরাম আলী,সাং-রফিনগর, ডাক-সুজানগর, থানা-বড়লেখা,জেলা-মৌলভীবাজার এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করিয়াছেন। বিবাদী পক্ষ বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা স্বত্বেও তাহির আলীকে নানাভাবে হুমকি পদান করিয়া লক্ষকৃত নালিশা ভূমির দখলে যাওয়ার চেষ্টা করিতেছে। কিন্তু স্থানীয় লোকজনের বাধার কারণে অন্যায় কাজে সফলকাম হইতে না পারিয়া নিরীহ সাধারণ লোককে মিথ্যা অভিযোগে ফৌজদারী মামলায় অভিযুক্ত করিয়াছে এবং ইন্টারনেটে লাইভ পচার করিয়া মানুষকে ভুল তথ্য দিয়া বিভ্রান্তি করিতেছেন । আদালতে বিচারাধীন বিষয় নিয়া এখতিয়ার বহিভূক্ত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য এবং আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫ কোটি টাকার ভূমি দখলের চেষ্টা,সীমানা প্রাচীর ভাংচুর শিরোনামের সংবাদ প্রকাশ করায় ভিন্নমত পোষণ ও প্রতিবাদ জানান তাহের আলী।

আপডেট সময় : ০১:৩৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

ভিউ নিউজ ৭১ প্রতিবেদন,,

৩১ মে ২০২৩ ইংরেজি রোজ বুধবার সিলেট বিভাগীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই প্রতিবাদ জানান। তিনি বলেন একটি কুচক্রী মহল সত্যকে আড়াল করে মিথ্যা তথ্য দিয়ে বানোয়াট ও কাল্পনিক গল্প সাজিয়ে জাতির বিবেক সাংবাদিকদের ভূল বুঝিয়ে আদালতের রায়কে পাশ কাটিয়ে আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করিয়ে দেশবাসীর সামনে আমার সম্মানহানী করেছে। আমি এই প্রকাশিত সংবাদের সাথে ভিন্নমত পোষণ করছি এবং প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন প্রকৃত ঘটনাকে আড়াল করে বিবাদী পক্ষ তাদের মনগড়া বক্তব্য গত ২৪ মে ২০২৩ ইং জাতীয় দৈনিক মানবজমিন ও স্থানীয় অনলাইন লাতু এক্সপ্রেস পত্রিকায় “২০লাখ টাকার চাঁদা দাবী, বড়লেখায় প্রবাসীর ৫ কোটি টাকার ভূমি দখলের চেষ্টা, সীমানা প্রাচীর ভাংচুর শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে । সেই প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হলে দেশবাসীকে সত্য ঘটনা জানানোর জন্যই আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। তিনি আরও বলেন বাদী পক্ষ তাদের অবৈধ কাজকে প্রতিষ্ঠিত করতে আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ করে বিচারালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসকে ভূলন্টিত করেছে। যা আমাকে হতবাক করেছে । প্রকাশিত সংবাদে যে ভূমির কথা বলা হয়েছে প্রকৃতপক্ষে উক্ত ভূমির বৈধ মালিক ও দখলকার আমি তাহির আলী। তিনি বলেন আর,এস,রের্কডীয় মালিক আব্দুল গণি চৌধূরী হইতে খরিদ মূলে ও দখল সূত্রে বিগত ২৫ জানূয়ারী ১৯৯৮ ইংরেজি হইতে সর্ব সাধারণের জ্ঞাতসারে শান্তিপূর্ণ ভাবে দখলে আছেন । তাহির আলীর দখলে থাকা উক্ত ভূমি বেআইনিভাবে আত্মসাৎ করার অসৎ উদ্দেশ্যে বিবাদী বদরুল ইসলাম গং কুচক্রী মহল,জাল,যোগাযোগী, বেআইনি, অকার্যকর দলিল পত্র কাগজাত সৃজন করিয়াছেন। বিবাদী ভূমিতে দখলে প্রবেশ করতে না পারিয়া তাহির আলী ও তাহার সদ্য দেশে আসা পুত্র করিম মিয়া ও তাহার হিতাকাঙ্ক্ষী সহজ সরল কয়েক নিরীহ লোককে নানাভাবে হয়রানি ও ক্ষতিগ্রস্ত করার জন্য তাহাদের বিরুদ্ধে চাঁদা দাবীর মিথ্যা অভিযোগে গত ১৫ মে ২০২৩ ইংরেজি তারিখে ফৌজদারী মামলা নং সি, আর ,১৯২/২৩ বড়লেখা কোটে দায়ের করিয়াছেন। যা সুষ্ঠু তদন্ত হইলে এই অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হইবে। তাহির আলী বলেন আমি বয়োবৃদ্ধ ও অসুস্থ আমার ছেলে প্রবাসে থাকার কারণে আমি আমমোক্তারনামার মাধ্যমে জৈনেক আব্দুল মালিককে আমার প্রতিনিধি নিয়োগ করি, যিনি আমার পক্ষে মামলা পরিচালনা করিতেছেন । বিরোধীয় ভূমি বিজ্ঞ সিনিয়র সহকারী জজ মৌলভীবাজার আদালতে বিগত ২০ফেব্রুয়ারি ২০২২ইং তারিখে আব্দুল গণি চৌধূরী গং এর বিরুদ্ধে স্বত্ব ৪৯/২০২২ ইংরেজি নং মোকদ্দমা পরিচালনা করিয়া আসিতেছি । তাই উক্ত ভূমি থেকে তাহির আলীকে বেদখল না করা এবং ভোগ দখলে কোনরূপ বাধা বিঘ্ন সৃষ্টি না করার জন্য বিজ্ঞ জেলা জজ মহোদয় মৌলভীবাজার দেওয়ানী বিবিধ আপীল মোকদ্দমা নং-২৬/২০২৩ইং মোকদ্দমায় মো: নছিব আলী,পিতা মৃত আইয়ুব আলী,সাং ও ডাক-সুজাসগর ,থানা-বড়লেখা, এবং বদরুল ইসলাম, পিতা-মৃত আকরাম আলী,সাং-রফিনগর, ডাক-সুজানগর, থানা-বড়লেখা,জেলা-মৌলভীবাজার এর বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করিয়াছেন। বিবাদী পক্ষ বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা স্বত্বেও তাহির আলীকে নানাভাবে হুমকি পদান করিয়া লক্ষকৃত নালিশা ভূমির দখলে যাওয়ার চেষ্টা করিতেছে। কিন্তু স্থানীয় লোকজনের বাধার কারণে অন্যায় কাজে সফলকাম হইতে না পারিয়া নিরীহ সাধারণ লোককে মিথ্যা অভিযোগে ফৌজদারী মামলায় অভিযুক্ত করিয়াছে এবং ইন্টারনেটে লাইভ পচার করিয়া মানুষকে ভুল তথ্য দিয়া বিভ্রান্তি করিতেছেন । আদালতে বিচারাধীন বিষয় নিয়া এখতিয়ার বহিভূক্ত মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য এবং আইন আদালতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।