সাভারে এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০২:২৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে
সাভার প্রতিনিধি ঢাকা,,
ঢাকার সাভার পৌরসভার ব্যাংক কলোনী এলাকা থেকে ববিতা আক্তার (৩৫) নামের এক নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।
বুধবার (৩১ মে) সকাল ৮ টার দিকে সাভারের ব্যাংক কলোনী অ্যাসেট স্কুল-২ সংলগ্ন রিতা ভিলার নিচতলার সিঁড়ির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ববিতা নেত্রকোনা জেলার বাসিন্দা বলে জানা গেছে। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। হত্যার সাথে জড়িত ফরিদপুরে হায়দার আলী (৪০) কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, ব্যাংক কলোনীর ওই বাড়ির নিচ তলার সিঁড়ির নিচে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। সাভার মডেল থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশ।