সুনামগঞ্জ -২আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তের ছবি উপহার দিল প্রঙ্গা।

- আপডেট সময় : ০৪:৩১:১৪ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ১০৪ বার পড়া হয়েছে
দিরাই, সুনামগঞ্জ প্রতিবেদক ,
পেন্সিলে স্থানীয় সংসদ সদস্যর ছবি এঁকে নিজ হাতে দিতে পেরে ভীষণ উচ্ছ্বসিত স্কুল শিক্ষার্থী প্রজ্ঞা মিত্র।প্রজ্ঞা দিরাই সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী।সোমবার রাত ৮টায় সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার বাস ভবন দিরাই পৌরসভার আনোয়ারপুরে গিয়ে এমপি’র হাতে উপহার হিসেবে তার আঁকা ছবিটি তুলে দেয় প্রজ্ঞা। এসময় নিজের হাতে আঁকা এমপি’র ছবিটি এমপি’র হাতে দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করে সে জানায়, আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা আজকের এই দিনটি। এতে খুঁশি হয়ে ড. জয়া সেনগুপ্তা প্রজ্ঞার সফলতা কামনা করে তার জন্য আশীর্বাদ করেন।
জানা যায়, পৌরসভায় কর্মরত প্রবীর মিত্র’র মেয়ে প্রজ্ঞা। তার মা শিমলা মিত্র আরবান প্রাইমারী হেলথ কেয়ারে পরিবার কল্যাণ সহকারী হিসেবে কর্মরত। তারা পৌরসভার হারনপুরে ভাড়াটিয়া বাসায় বসবাস করে।
প্রজ্ঞা ছোটবেলা থেকেই ছিলেন চুপচাপ ধরনের। চারপাশের সবকিছু মনোযোগ দিয়ে দেখতেন। গ্রাম, মানুষ, পশুপাখি ও প্রকৃতির ছবি তার নজর কাড়ত। এই দেখা থেকেই তার ছবি আঁকার শখ হয়। পৌরসভায় ভাল কোন আর্ট স্কুল না থাকায় স্থানীয় একজন আর্ট শিল্পীর কাছেই হাতেখড়ি হয় প্রজ্ঞার।
এ বিষয়ে প্রজ্ঞার বাবা প্রবীর মিত্র বলেন, আমার মেয়ে ছবি আঁকতে ভীষণ পছন্দ করে। তার অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এমপি ড. জয়া সেন গুপ্তার ছবি এঁকে উনাকে উপহার দিবে। আজ তার সে আশা পূর্ণ হলো। তিনি আরও জানান তার মেয়ে বড় হয়ে আর্কিটেকচার হতে চায়।