সংবাদ শিরোনাম ::
শাহ-আরেফিন টিল্লায় পাথর উত্তোলন ঠেকাতে যৌথ বাহিনীর অভিযান-
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ-আরেফিন টিল্লায় অবৈধ পাথর উত্তোলন ঠেকাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিন মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কোম্পানীগঞ্জ থানার পুলিশের পক্ষে অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন। এছাড়াও নিরাপত্তা ও সহায়তার জন্য বিজিবি ৪৮ ব্যাটেলিয়ানের কালা সাদেক ক্যাম্পের ক্যাম্প কমান্ডার অভিযানে অংশ নেন।
প্রশাসন সূত্রে জানা যায়, শাহ-আরেফিন টিল্লাসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ পাথর উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ডের অভিযোগ ছিল। এসব অনিয়ম বন্ধে এবং পরিবেশ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়।

















