সংবাদ শিরোনাম ::
সিলেট মহাজনপট্টি থেকে গ্রেপ্তার ১
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:১১:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটের মহাজনপট্টি থেকে ইমরান আহমদ মুছা (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, রবিবার রাত ৮টায় কোতোয়ালী মডেল থানাধীন নগরীর বন্দরবাজার মহাজনপট্টিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
ইমরান আহমদ মুছা নেত্রকোনা জেলার মদন থানা এলাকার বাঘজান গ্রামের অলিউর রহমান সাজু ও হোসনা বেগমের ছেলে। তিনি বর্তমানে সিলেট নগরীর শামীমাবাদ ২নং রোডের হাবিব মিয়ার কলোনির ভাড়াটিয়া হিসাবে বসোবাস করছিলেন।
তিনি একাধিক চুরি ও ছিনতাই মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা প্রক্রিধীন বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

















