সিলেট বিপিএল- টাইটান্সের বিপক্ষে নোয়াখালীর হার
- আপডেট সময় : ০১:০৫:০৯ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় নোয়াখালী এক্সপ্রেস।একের পর এক উইকেট হারিয়ে ১৪.২ ওভারে মাত্র ৬১ রানে থামে হায়দার আলির দল। এই স্কোর বিপিএল ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন। এর আগে ২০১৬ সালে খুলনা টাইটানসকে মাত্র ৪৪ রানে গুটিয়ে দিয়েছিল রংপুর রাইডার্স, যা এখনো প্রতিযোগিতার সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
দ্বিতীয় ওভারে বিলাল সামির বলে মাত্র ১ রানে বোল্ড হয়ে ফেরেন ওপেনার পারভেজ হোসেন ইমন। তবে এরপর তৌফিক খানের ঝড়ো ইনিংসে দ্রুতই ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিকরা। ৭টি চারসহ ১৮ বলে ৩২ রানের ইনিংস খেলে জয়ের ভিত গড়ে দেন তৌফিক।
চারে নেমে আফিফ হোসেন দ্রুত বিদায় নেন, ৫ বলে করেন মাত্র ২ রান। একই পথে ফেরেন জাকির হোসেনও—২৩ বলে ২৪ রান করে আউট হন তিনি। শেষ পর্যন্ত মঈন আলী একটি সিঙ্গেল নিয়ে সিলেটকে জয়ে পৌঁছে দেন। ৮.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৮ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে সিলেট টাইটানস। নোয়াখালীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন জহির খান।
হাবিবুর রহমান সোহান করেন ১৮ রান, আর মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ২৫ রান। সৌম্য সরকার করেন ৬ রান।মোহাম্মদ নবি ও আবু জায়েদ রাহী করেন ১ রান করে। হায়দার আলি ৫ ও মুনিম শাহরিয়ার ৪ রানে থামেন।
সিলেটের বোলিংয়ে ছিলেন নাসুম আহমেদ একাই আতঙ্কের নাম। দুর্দান্ত স্পেলে ৫ উইকেট শিকার করেন স্পিনার। তাকে সহায়তা করেন মোহাম্মদ আমির, খালেদ আহমেদ, আজমতউল্লাহ ওমরজাই ও মেহেদী হাসান মিরাজ- প্রত্যেকেই নেন একটি করে উইকেট।
















