সিলেট স্টেডিয়ামে নির্মিত হচ্ছে জিম ও সুইমিংপুল
- আপডেট সময় : ০১:৪৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫ ৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেট স্টেডিয়ামকে একটি আধুনিক ও পূর্ণাঙ্গ কমপ্লেক্সে পরিণত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। স্টেডিয়ামের ইনডোর ভেন্যুর পাশেই নির্মিত হবে অত্যাধুনিক একটি জিমনেশিয়াম ও সুইমিং পুল। গণমাধ্যমের সাথে একান্ত আলাপকালে নিজেদের পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা সিলেট স্টেডিয়ামের পাশে একটি জায়গা দেখেছি যেখানে জিম ও সুইমিং পুল একসঙ্গে নির্মাণ সম্ভব। এটি পুরোপুরি কমপ্লেক্স আকারে প্রতিষ্ঠিত হলে সিলেটের তরুণ প্রতিভাগুলোর জন্য একটি বড় সুযোগ সৃষ্টি হবে। খুব দ্রুতই আমরা অফিস উদ্বোধন করব।’ তিনি আরও জানান, ‘এখানে সিলেটের চারটা বড় বড় জেলা এবং ৪১টা উপজেলা আছে তাদের প্রতিভাগুলোকে এখানে পরিচর্যা করা যাবে। এই কমপ্লেক্সটি শুধুমাত্র সিলেটের ক্রিকেটারদের জন্য নয়। বরং দেশের হাই পারফরম্যান্স সেন্টার হিসেবে পরিণত হওয়ারও সম্ভাবনা রয়েছে।
জানা গেছে, বুলবুল বিসিবির দায়িত্ব নেয়ার পরই ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের জন্য বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে। এরই মধ্যে প্রতিটি বিভাগে একজন করে ক্রিকেট প্রেসিডেন্ট নিয়োগ দেয়া হয়েছে। এরই মধ্যে সিলেটের মাটিতে বিসিবির আঞ্চলিক অফিসও করার পরিকল্পনা আছে বিসিবির। সেই পরিকল্পনাও অনেকখানি এগিয়েছে।
বুলবুল আরও বলেন, সিলেট ও বিসিবি মিলে একটা তারিখ চূড়ান্ত করেছিলাম। দুই-একদিনের মধ্যেই উদ্বোধন করার কথা ছিল। কিন্তু এখন অনেক কিছু বদলে গেছে। তবে খুব দ্রুতই আমরা এটার উদ্বোধন করব। এত বড় একটা কমপ্লেতে এই অঞ্চলে থাকা মানে এখানকার ক্রিকেটারদের জন্য বিশাল বড় একটা সুবিধা।
এই কমপ্লেক্সটি তৈরি হলে, সিলেট অঞ্চলের ক্রিকেটারদের জন্য এটি হবে এক বিরাট সুবিধা। তাই বিসিবি ও সিলেটের ক্রিকেট সমর্থকদের জন্য এটি এক উত্তেজনাপূর্ণ ও দারুণ সময় হতে যাচ্ছে।
















