সিলেটে ইংরেজি নববর্ষ উদযাপনে থার্টি-ফার্স্ট নাইটে যা নিষেধ
- আপডেট সময় : ১২:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫ ৮ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
ইংরেজি নববর্ষ সুন্দর ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য এই নিষেধাজ্ঞা। থার্টি ফার্স নাইট উপলক্ষ্যে সিলেটে বেশ কিছু বিষয় নিষিদ্ধ করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, থার্টি ফার্স্ট নাইট ও ইংরেজি নববর্ষ ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় অনুমতি ছাড়া সড়ক, উন্মন স্থান, ছাদসহ সর্বসাধারণের ব্যবহার্য কোনো স্থানে উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ব্যবহার করে ঢাক-ঢোল বাজানো, নাচ-গান, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, র্যালি, মোটরসাইকেল শোভাযাত্রা বা শোডাউন, উচ্চস্বরে হর্ণ বাজানো, আতশবাজী বা পটকা ফুটানো, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি, বিস্ফোরক দ্রব্য বহন ইত্যাদি নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়াও এ সময়ে মহানগর এলাকার বার ও পানশালাগুলো বন্ধ রাখতে হবে এবং কোনো মদ বা এলকোহলজাতীয় কোনো পণ্য বিক্রি করা যাবেনা।
এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
















