সিলেট-হবিগঞ্জ রুটে প্রথমবারের মতো চালু অত্যাধুনিক এসি বাস সার্ভিস
- আপডেট সময় : ১২:০৬:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জ-সিলেট রুটে যাতায়াত আরামদায়ক ও আধুনিক হতে চলেছে। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে চালু হতে যাচ্ছে অত্যাধুনিক এসি বাস সার্ভিস। সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিক্ষার্থীসহ প্রতিদিনের যাত্রীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ।

প্রাথমিকভাবে চারটি এসি বাস দিয়ে যাত্রা শুরু হবে, যেগুলো চলবে হবিগঞ্জ-সিলেট বাইপাস এবং হবিগঞ্জ-মৌলভীবাজার-সিলেট রুটে। যাত্রীদের চাহিদা অনুযায়ী ধীরে ধীরে বাসের সংখ্যা বাড়ানো হবে বলে জানিয়েছে সংগঠনটি।
হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল জানান, ‘গত এক বছর ধরে আমরা যাত্রীদের অভিযোগ, চাহিদা ও বাস্তবতা পর্যবেক্ষণ করেছি। তাদের আরামদায়ক যাত্রা নিশ্চিত করতেই এসি বাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিআরটিসির সঙ্গে আলোচনার মাধ্যমে ভাড়া নির্ধারণ হবে।
প্রতিদিন এই রুটে প্রায় ৮ হাজার যাত্রী চলাচল করেন। তবে দীর্ঘদিন ধরে তারা ভুগেছেন হয়রানি ও মানহীন সেবার কারণে। নতুন এসি বাস সার্ভিসে যাত্রী সেবার মান উন্নত হবে বলে প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা। বিশেষ করে সকালে হবিগঞ্জ থেকে এবং বিকেলে সিলেট থেকে বাস ছাড়ার সময়সূচি নির্ধারণ করা হবে যাতে কর্মজীবী ও শিক্ষার্থীরা উপকৃত হন।
























