হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের অভিযান, কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান থেকে ৬শ কেজি জিরা উদ্ধার,আটক ৪

- আপডেট সময় : ০৩:৪৯:০৩ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
ভারতীয় অবৈধ পণ্যবহনের নিরাপদ রুট হিসেবে পরিণত হয়েছিল সিলেট-ঢাকা মহাসড়ক। সেই পথে কাটা বসিয়েছে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানাধীন অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্প। এই হাইওয়ে পুলিশ ক্যাম্প স্থাপনের পর থেকে মহাসড়ক নিয়ন্ত্রণে অবৈধ যানসহ চোরাই পণ্য আটকে বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পটি। গতকাল রবিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ৯ টা দিকে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পে সামনে অভিযান চালিয়ে জব্দ করা হয় ৬শ কেজি (২০ বস্তা) ভারতীয় জিরা।
সূত্রে জানা যায়, শ্রীমঙ্গল থেকে ঢাকাগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস কাভার্ড ভ্যান একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১১-৭১৯৪) তল্লাশী করে ২০ বস্তা ভারতীয় জিরা জব্দ করতে সমর্থ হয় অলিপুর হাইওয়ে ক্যাম্পে পুলিশ। যাহার আনুমানিক মূল্য প্রায় পৌনে ৪ লাখ টাকা ।
এছাড়া আটককৃতরা হলেন-কুড়িগ্রাম জেলার বাজিতপুর থানার সিট পাড়া গ্রামের মৃত শামস শেখ এর ছেলে কাভার্ড ভ্যান ট্রাক চালক মোঃ সুরুজ মিয়া (৫৫), রংপুর জেলার কোতোয়ালি থানার চেয়ারম্যান পাড়া গ্রামের আব্দুল গণি ছেলে কাভার্ড ভ্যান ট্রাকের হেলপার মোঃ রনি ইসলাম (২১), ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার চৌরশপুর গ্রামের মোঃ সাঈদ মিয়ার ছেলে হেলপার মোঃ নাদিম (৩২), মাদারীপুর জেলার শিবচর থানার গুতের কান্দি গ্রামের মৃত ছৈয়দ মিয়ার ছেলে মেশিন স্টেট কাস্ট মোঃ আলী মিয়া (৩২)।
জব্দকৃত ভারতীয় জিরা বস্তা স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড কাভার্ড ভ্যান বহনে ট্রাকটি শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা হেফাজতে নেয়া হয়েছে বলে শায়েস্তাগঞ্জ অলিপুর হাইওয়ে ক্যাম্পের ইনচার্জ (তদন্ত ওসি) সঞ্জিত দাস জানিয়েছেন। তদন্ত ওসি সঞ্জিত দাস বলেন, নিয়মিত হাইওয়ে পুলিশ ক্যাম্পে দায়িত্ব পালন কালে স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড কাভার্ড ভ্যান ট্রাকটি গতিবিধি সন্দেহ জনক হলে আটক করে তল্লাশী করি। এরপর কাভার্ড ভ্যান ভেতর ধানের বীজের বস্তার মধ্যে সাদা বস্তা ভরাট ভারতীয় জিরা চালান ধরা পড়ে।
সূত্র জানায়, সিলেট বিভাগের বিভিন্ন সীমান্ত দিয়ে আসা চোরাচালান সিন্ডিকেট খুবই সক্রিয়। ভারতীয় পণ্য দেশের অভ্যন্তরে নিয়ে এসে সিলেট-ঢাকা মহাসড়ক দিয়ে প্রত্যন্ত স্থানে তা সরবরাহ করা হয়। এক পর্যায়ে বিজিবি, র্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনী চোরাচালান দমনে তৎপর হয়ে উঠে। এতে অনেকটা গতিহীন দেখা যাচ্ছে চোরাচালান তৎপরতা। বন্ধ হয়নি বলে এবার চোরাচালান পণ্য বহনের নিরাপদ রুট সিলেট-ঢাকা মহাসড়কে বাগড়া বসিয়েছে হাইওয়ে পুলিশ।
এ প্রসঙ্গে, হাইওয়ে সিলেট রিজিওন পুলিশ সুপার মোঃ রেজাউল করিম বলেন, হাইওয়ে পুলিশ মহাসড়কে কার্যক্রম শুরু করার পর হতে সাফল্য হলো সিলেট-ঢাকা মহাসড়ক এখন চোরাই মালামাল বহনের নিরাপদ রুট হিসেবে বেচে নিয়েছিল । এখন চোরাই মালামাল বহনের নিরাপদ রুট আর থাকবে না। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের তৎপরতায় যাত্রী ও গণ পরিবহনে নিরাপত্তা কেবল নিশ্চিত হবে না। সেই সাথে বন্ধ করে দেয়া হবে অবৈধ পণ্যবহনের পথ।