খাঁটি সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে – উপমহাপরিচালক জিয়াউল হাসান

- আপডেট সময় : ০২:০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সিলেট রেঞ্জের ৪টি জেলায় ৪১ টি উপজেলার সদস্যদের নিয়ে একযোগে ৫ অক্টোবর ২০২৫ তারিখ থেকে শুরু হয়েছে ১৪ দিনব্যাপী উপজেলা/থানা আনসার কোম্পানি/প্লাটুন ও ইউনিয়ন আনসার প্লাটুন সদস্যদের জন্য মৌলিক-প্রশিক্ষণের তৃতীয় ধাপ।
সিলেট জেলা আনসার ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের হলরুমে মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোঃ জিয়াউল হাসান, বিভিএমএস, পিএএমএস।
প্রধান অতিথির বক্তব্যে তিনি সকল প্রশিক্ষণার্থীদের সততা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদেরকে যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলার নির্দেশনা প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রশিক্ষণার্থীদের উক্ত কোর্সে স্বাগত জানান এবং উক্ত অঞ্চলের তুলনামূলক সুবিধাবঞ্চিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তারা যেন অত্যন্ত দৃঢ়তা, বড় স্বপ্ন, প্রজ্ঞা এবং অধ্যবসায়ের মাধ্যমে এই প্রশিক্ষণের বিভিন্ন মডিউলসমূহের জ্ঞান অর্জন করে এবং পরবর্তীতে বাহিনীর এডভান্স কোর্সসহ বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করে নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করে যোগ্য ও স্বাবলম্বী হিসেবে গড়ে তোলে, যাতে তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের মাধ্যমে সামগ্রিকভাবে দেশের সার্বিক উন্নতি ও সমৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে। আনসার ও ভিডিপি সদস্যরা সমাজের তৃণমূল পর্যায় থেকে উঠে আসে এবং তারা তাদের নিজ নিজ এলাকার সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ এবং ইভটিজিংয়ের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে এবং যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও যেকোনো প্রয়োজনে জনগণের পাশে দাঁড়ানোর মাধ্যমে দেশ সেবায় সব সময় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনের ক্ষেত্রে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবদান অনস্বীকার্য। এ ক্ষেত্রে তিনি প্রশিক্ষণে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতকরণে আনসার সদস্যদের করণীয় ও বর্জনীয় বিষয়সমূহ স্পষ্টভাবে অবহিত করা হবে এবং দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হবে মর্মে জানান।
তিনি আরো বলেন, মহাপরিচালকের কল্যাণধর্মী কাজের অংশ হিসেবে প্রশিক্ষণকে আরো যুগোপযোগী ও কার্যকরী করার মাধ্যমে নব উদ্যমে এ প্রশিক্ষণ পরিচালিত হচ্ছে। এ প্রসঙ্গে তিনি প্রশিক্ষণার্থীদের সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার এই মূলমন্ত্র ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে নিজেরকে প্রস্তুতি করার অংশ হিসেবে এ প্রশিক্ষণকে অত্যন্ত গুরুত্বসহকারে গ্রহণ করার আহবান জানান। তিনি বলেন, একজন খাঁটি সুনাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে এবং একজন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে সামাজিক শিষ্টাচার, বিবেক, মূল্যবোধ, সততা এবং নৈতিকতা চর্চার মাধ্যমে নিজেদের অনুকরণীয় মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
এ প্রসঙ্গে তিনি আরো বলেন, বাহিনীর মহাপরিচালক তোমাদের কল্যাণের কথা চিন্তা করে অনেক যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করছেন। মহাপরিচালকের সঞ্জিবনী প্লাটুন এমনই একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি অত্যন্ত গুরুত্বের সাথে বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে পবিত্রতার সাথে দায়িত্ব পালন হবে তোমাদের অগ্নি পরীক্ষা। আর এ পরীক্ষায় সবাইকে এ প্লাস পেয়ে পাস করতে হবে।
পরে তিনি কম্পিউটার প্রশিক্ষণ (ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং) ভিডিপি কোর্সের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিলেট জেলার জেলা কমান্ড্যান্ট শাওন আসাদ, সহকারী জেলা কমান্ড্যান্ট তানিয়া আক্তার, সার্কেল এডজুট্যান্ট ফারুক হোসেইন।
উল্লেখ্য প্রশিক্ষণে সিলেট রেঞ্জের ৪টি জেলায়, সিলেট জেলার ১০০ জন, সুনামগঞ্জ জেলার ১০০ জন, হবিগঞ্জ জেলার ১৭৬ জন এবং মৌলভীবাজার জেলার ১৫০ জনসহ মোট ৫২৬ জন (প্রায়) ভিডিপি প্রশিক্ষণার্থী প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।