সিলেটে চলছে ‘ঝটিকা’ অভিযান

- আপডেট সময় : ০৮:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
স্টাফ রিপোর্টার :
সিলেটে সিলেট মহানগর পুলিশ- এসএমপি হতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে এখন বিশেষ অভিযানের বদলে চলছে ‘ঝটিকা’ অভিযান।
বুধবার (১ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী- পিপিএম গণমাধ্যমকে এ কথা বলেন।
পুলিশের জরুরী সেবা সহজে পাওয়ার জন্য নতুন প্রযুক্তি.GenieA অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি গণমাধ্যমের সাথে কথা বলেন।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে।
তিনি বলেন, তবে এখন আর আগের মতো সময় নির্ধারণ করে আমরা অভিযান চালাচ্ছিনা। এখন যেটা চলছে সেটা হচ্ছে, ঝটিকা অভিযান। গত তিনদিন টানা নগরীর বিভিন্ন পয়েন্টে সন্ধ্যার পর ঝটিকা অভিযান চালানো হয়েছে।
তবে এসময় অভিযানে আটক যানবাহনের পরিসংখ্যান দেননি।
এ প্রসঙ্গে তিনি আরও বলেন, লোকজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছেন, ট্রাকে করে ব্যাটারিচালিত রিকশা নগর থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা অনুযায়ী আমরা এ অভিযান শুরু করেছি এবং তা চলবে। কিছু মানুষের অসুবিধা হলেও বৃহত্তর জনগোষ্ঠীর সুবিধার জন্য আমরা কাজ করছি। এতই যতই বাধা আসুক, ইনশাল্লাহ আমরা আমাদের কাজ চালিয়ে যাবো।
উল্লেখ্য, সিলেট মহানগরীতে অবৈধ যানবাহন চলাচল বন্ধে গত ২২ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ অভিযান চালায় মহানগর পুলিশ। এ অভিযানে তিনদিনে ২৮১টি অবৈধ যানবাহন আটক ও ৮০টি মামলা দায়ের করা হয়। এরপর থেকে অভিযান পরিচালনা করতে দেখা যায়নি।