জাফরাবাদ স্কুল এন্ড কলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( JSaCDO) কর্তৃক শিক্ষাবৃত্তি,প্রণোদনা ও কলেজ উন্নয়নে সহায়তা প্রদান

- আপডেট সময় : ০৩:৫৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০২৪ ১৬২ বার পড়া হয়েছে
জাফরাবাদ স্কুল এন্ড কলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( JSaCDO)” কর্তৃক মোট ৭ লক্ষ ২০ হাজার টাকার শিক্ষাবৃত্তি, প্রণোদনা ও কলেজ উন্নয়ন তহবিলে সহায়তা প্রদান
প্রেস বিজ্ঞপ্তি :
আজ (৪ মার্চ ২০২৪) যুক্তরাজ্যস্থ “জাফরাবাদ স্কুল এন্ড কলেজ ডেভেলপমেন্ট অর্গানিজেশন (JSaCDO)” এর উদ্যোগে সিলেট জেলার দক্ষিণ সুরমাস্থ জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি জনাব মুহিদ হোসেন, ৬ নং লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব তোওয়াজিদুল হক তুহিন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব মোঃ আব্দুল মুক্তাদির ও অন্যান্য শিক্ষকবৃন্দ,তরুণ শিক্ষানুরাগী শাহীন আহমদ ও শাহেল আহমদ সহ এলাকার বেশ কিছু শিক্ষানুরাগীদের উপস্থিতিতে যুক্তরাজ্যস্থ ”জাফরাবাদ স্কুল এন্ড কলেজ অর্গানাইজেশন ( JSaCDO) ” এর কোষাধক্ষ্য শামীম আহমদ এর মাধ্যমে অত্র প্রতিষ্ঠানের বিভিন্ন ক্লাসের মোট ১৬ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের প্রত্যেককে ৫ হাজার করে মোট ৮০ হাজার টাকা শিক্ষা বৃত্তি ,কলেজ শাখার সম্মানিত শিক্ষকদের মোট ৪০ হাজার টাকা প্রণোদনা , স্কুল শাখার সদ্য প্রয়াত শিক্ষক জনাব শোয়াইবুর রহমানের পরিবারকে এক লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এছাড়া, সংগঠনের সম্মানিত ট্রাস্টি জনাব মিরাজ নানু মিয়া ( সাং- হকিয়ার চর) কর্তৃক প্রদত্ত ২ লক্ষ টাকা, মোঃ আব্দুল মমিন তুহেল ( সাং-জাফরাবাদ) প্রদত্ত ২ লক্ষ টাকা এবং মোঃ আব্দুল মতিন মিরন ( সাং- জাফরাবাদ) প্রদত্ত ১ লক্ষ টাকা ( আগে আরো ১ লক্ষ টাকা দিয়েছেন) সহ মোট ৫ লক্ষ টাকা কলেজ উন্নয়ন ফান্ডে বুঝিয়ে দেয়া হয়।যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব জনাব শামীম আহমদ প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সাথে কলেজ উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং অত্র সংগঠন কর্তৃক সর্বদা প্রতিষ্ঠানের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এখানে উল্লেখ্য যে, ২০১৬ সালে প্রতিষ্ঠিত ‘জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটি ইউকে’ বাতিল করে ২০২৩ সালে পরিমার্জিত সংগঠন “জাফরাবাদ স্কুল এন্ড কলেজ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( JSaCDO)” নামে ট্রাস্টি বোর্ড গঠন করা হয়। ২০১৬ থেকে এ পর্যন্ত ৫০ লক্ষ টাকার উপরে কলেজ উন্নয়ন ফান্ডে সহায়তা প্রদান করা হয়।