ঢাকা ০২:০৭ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান ফেটে যাওয়া ঠোঁট যেসব টোটকায় হবে নরম ও মসৃণ ক্যালসিয়ামের ঘাটতি হলে শারীরে যে সমস্যা দেখা দিতে পারে আগামী নির্বাচন ইসলাম ও ইসলামী আ ন্দোলনের জন্য চ্যালেঞ্জস্বরুপ: ডা.শফিকুর মেসির শেষ বিশ্বকাপ জার্সিতে ছোঁয়া আছে ম্যারাডোনারও মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৮৪ অবৈধ অভিবাসী আটক মবের ভয়ে থাকা সাংবাদিকরা ‘ফ্যাসিবাদের দোসর’: প্রেস সচিব চট্টগ্রামে নির্বাচনি গণসংযোগে হামলা, বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জে মাদক বিরোধী মোবাইল কোর্ট, গ্রেফতার ৬ সিলেট জৈন্তাপুরে সেনাবাহিনীর অভিযানে প্রায় ১৪ লক্ষ টাকার চোরাইপন্য সহ মাইক্রোবাস আটক বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

সুনামগঞ্জে বৃষ্টির কারণে বন্ধ হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪ ১৪৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা:

টানা তিনদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সুনামগঞ্জের হাওরের বোরো ফসলের জমিতে। বোরো মৌসুমে উপযোগী সময়ে বৃষ্টিপাত ফসলের জন্য সুফল নিয়ে আসলেও বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ফসলরক্ষা বাঁধের কাজ। আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বাঁধ নির্মাণের নির্ধারিত সময়। অন্যদিকে সময় মতো বাঁধের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে এই তথ্যে গড়মিল রয়েছে দাবি হাওর বাচাঁও আন্দোলনের নেতাদের। তাছাড়া বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের সুরক্ষা নিয়ে দুঃশ্চিন্তা বাড়ছে কৃষককূলে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টির কারণে জেলার চলমান ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বৃষ্টির পানিতে হাওরের বাঁধ এলাকা কর্দমাক্ত হওয়ায় চলাচল করতে পারছেনা মাটি বহনকারী ড্রাম ট্রাক। তাছাড়া দিনের বেলায় বৃষ্টি হওয়ায় চালানো যাচ্ছেনা মাটি কাটার মেশিন। আবহাওয়ার প্রতিকূল পরিবেশের কারণে বাঁধ নির্র্মাণ কাজে প্রতিবন্ধকতা দেখা দেয়ায় সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি ৮০ ভাগ দাবি করা হলেও মাঠ পর্যায়ের কৃষক ও হাওরের সংগঠন বলেছে নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হতে পারে অর্ধেক কাজ। গুরুত্বপূর্ণ অনেক ক্লোজারে কাজ শেষ না হওয়ায় ফসলের সুরক্ষা নিয়ে চিন্তিত হাওরের মানুষজন। অপরদিকে টানা বৃষ্টিপাতে ফসলি জমিতে সেচ সুবিধা হলেও অসমাপ্ত বাঁধের কাজ সমাপ্ত করা নিয়ে তৈরী হয়েছে দুটানা।

কৃষকরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে নদীতে পানি বাড়তে শুরু করেছে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ সমাপ্ত না করা গেলেও হাওর অরক্ষিত থাকবে। অতিরিক্ত বৃষ্টিপাতে নদীতে পানি বৃদ্ধি পেয়ে হাওরে প্রবেশ করে ফসলহানি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ে বাঁধের কাজ সমাপ্ত করতে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে তাগাদা জানিয়েছেন হাওর পাড়ের কৃষকরা।শান্তিগঞ্জ উপজেলার খাই হাওর পাড়ের কৃষক এনামুল হক বলেন, সরকার বাঁধের কাজের জন্য বরাদ্দ দিয়েছে। শুনেছি ২৮ তারিখের আগে কাজ শেষ করার কথা। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। বৃষ্টিতে মহাসিং নদীতে পানি বাড়ছে। যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে।উপজেলার দেখার হাওরের কৃষক সোবহান মিয়া বলেন, ছাইয়া কিত্তা ক্লোজারের মাটি ধসে গেছে। নির্ধারিত সময়ের আগে এই বাঁধের কাজ শেষ না করা গেলে দেখার হাওরের হাজার হাজার হেক্টর জমি অরক্ষিত থাকবে।

এদিকে, সময় মতো বাঁধের কাজ শেষ না হওয়ায় উদ্বিগ্ন হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের আগে কাজ করতে। ফেব্রুয়ারির শেষ দিকে বৃষ্টিপাত হবে। এটা সবার জানা। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি ধর্মপাশায় চন্দ্রসোনার তালা হাওরে পানি প্রবেশ করেছিল। তা থেকে কর্তৃপক্ষ শিক্ষা নেননি। প্রতিদিন কাগজে কলমে বাঁধের কাজের অগ্রগতি বাড়ানো হয়েছে। বাস্তবে বাঁধের অর্ধেক কাজ এখনো বাকি। অনেক উপজেলায় সবে মাত্র কাজ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ফসলের সুরক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত ৩ দিনের বৃষ্টিপাতে বাঁধের কাজে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। কোনো কাজ করা যাচ্ছে না। সাময়িকভাবে বাঁধের কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত বাঁধের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সুনামগঞ্জে বৃষ্টির কারণে বন্ধ হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ

আপডেট সময় : ০৫:৩৮:১৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৪

সুনামগঞ্জ সংবাদদাতা:

টানা তিনদিনের বৃষ্টিতে স্বস্তি ফিরেছে সুনামগঞ্জের হাওরের বোরো ফসলের জমিতে। বোরো মৌসুমে উপযোগী সময়ে বৃষ্টিপাত ফসলের জন্য সুফল নিয়ে আসলেও বৃষ্টির কারণে বন্ধ রয়েছে ফসলরক্ষা বাঁধের কাজ। আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে বাঁধ নির্মাণের নির্ধারিত সময়। অন্যদিকে সময় মতো বাঁধের কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। তবে এই তথ্যে গড়মিল রয়েছে দাবি হাওর বাচাঁও আন্দোলনের নেতাদের। তাছাড়া বৃষ্টিপাতের কারণে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফসলের সুরক্ষা নিয়ে দুঃশ্চিন্তা বাড়ছে কৃষককূলে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বৃষ্টির কারণে জেলার চলমান ফসলরক্ষা বাঁধ নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বৃষ্টির পানিতে হাওরের বাঁধ এলাকা কর্দমাক্ত হওয়ায় চলাচল করতে পারছেনা মাটি বহনকারী ড্রাম ট্রাক। তাছাড়া দিনের বেলায় বৃষ্টি হওয়ায় চালানো যাচ্ছেনা মাটি কাটার মেশিন। আবহাওয়ার প্রতিকূল পরিবেশের কারণে বাঁধ নির্র্মাণ কাজে প্রতিবন্ধকতা দেখা দেয়ায় সাময়িকভাবে কাজ বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে বাঁধ নির্মাণ কাজের অগ্রগতি ৮০ ভাগ দাবি করা হলেও মাঠ পর্যায়ের কৃষক ও হাওরের সংগঠন বলেছে নির্ধারিত ২৮ ফেব্রুয়ারির মধ্যে শেষ হতে পারে অর্ধেক কাজ। গুরুত্বপূর্ণ অনেক ক্লোজারে কাজ শেষ না হওয়ায় ফসলের সুরক্ষা নিয়ে চিন্তিত হাওরের মানুষজন। অপরদিকে টানা বৃষ্টিপাতে ফসলি জমিতে সেচ সুবিধা হলেও অসমাপ্ত বাঁধের কাজ সমাপ্ত করা নিয়ে তৈরী হয়েছে দুটানা।

কৃষকরা জানিয়েছেন, টানা বৃষ্টিতে নদীতে পানি বাড়তে শুরু করেছে। নির্ধারিত সময়ে বাঁধের কাজ সমাপ্ত না করা গেলেও হাওর অরক্ষিত থাকবে। অতিরিক্ত বৃষ্টিপাতে নদীতে পানি বৃদ্ধি পেয়ে হাওরে প্রবেশ করে ফসলহানি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। দ্রুত সময়ে বাঁধের কাজ সমাপ্ত করতে পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট প্রশাসনকে তাগাদা জানিয়েছেন হাওর পাড়ের কৃষকরা।শান্তিগঞ্জ উপজেলার খাই হাওর পাড়ের কৃষক এনামুল হক বলেন, সরকার বাঁধের কাজের জন্য বরাদ্দ দিয়েছে। শুনেছি ২৮ তারিখের আগে কাজ শেষ করার কথা। কিন্তু এখনো কাজ শেষ হয়নি। বৃষ্টিতে মহাসিং নদীতে পানি বাড়ছে। যদি এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করছে।উপজেলার দেখার হাওরের কৃষক সোবহান মিয়া বলেন, ছাইয়া কিত্তা ক্লোজারের মাটি ধসে গেছে। নির্ধারিত সময়ের আগে এই বাঁধের কাজ শেষ না করা গেলে দেখার হাওরের হাজার হাজার হেক্টর জমি অরক্ষিত থাকবে।

এদিকে, সময় মতো বাঁধের কাজ শেষ না হওয়ায় উদ্বিগ্ন হাওর ও কৃষকের সংগঠন হাওর বাঁচাও আন্দোলন। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায় বলেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের আগে কাজ করতে। ফেব্রুয়ারির শেষ দিকে বৃষ্টিপাত হবে। এটা সবার জানা। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি ধর্মপাশায় চন্দ্রসোনার তালা হাওরে পানি প্রবেশ করেছিল। তা থেকে কর্তৃপক্ষ শিক্ষা নেননি। প্রতিদিন কাগজে কলমে বাঁধের কাজের অগ্রগতি বাড়ানো হয়েছে। বাস্তবে বাঁধের অর্ধেক কাজ এখনো বাকি। অনেক উপজেলায় সবে মাত্র কাজ শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে ফসলের সুরক্ষা নিয়ে আমরা উদ্বিগ্ন।পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, গত ৩ দিনের বৃষ্টিপাতে বাঁধের কাজে প্রতিবন্ধকতা তৈরী হয়েছে। কোনো কাজ করা যাচ্ছে না। সাময়িকভাবে বাঁধের কাজ বন্ধ রয়েছে। এখন পর্যন্ত বাঁধের কাজ ৮০ ভাগ শেষ হয়েছে বলে জানান তিনি।