কঠোর নিরাপত্তায় স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণ চলছে

- আপডেট সময় : ০৮:২৩:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জানুয়ারী ২০২৪ ৭৭ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ : অনলাইন সংস্করণ
ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সহনাটী ইউনিয়নের ভালুকাপুর উচ্চ বিদ্যালয়কেন্দ্রে কঠোর নিরাপত্তায় শনিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সুষ্ঠু ভোটগ্রহণ ও বিশৃঙ্খলা এড়াতে নির্বাচনের ভোটকেন্দ্র এবং তার চারপাশে ১২টি সিসি (ক্লোজ সার্কিট) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ভোটকেন্দ্রের চারপাশে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে বেষ্টনী। রয়েছে র্যাব, পুলিশ, গোয়েন্দা পুলিশ (ডিবি), আমর্ড ব্যাটালিয়ন পুলিশ, আনসার-ভিডিপির কড়া নিরাপত্তাব্যবস্থা। এ ছাড়া মাঠে কাজ করছে একাধিক গোয়েন্দা সংস্থা। সহকারী রিটার্নিং অফিসার ইউএনও মোহাম্মদ নাহিদুল করিম জানান, নির্বাচনের জন্য পুরো এলাকাজুড়ে রয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা।
সারা দেশের ২৯৮টি সংসদীয় আসনে নির্বাচন সম্পন্ন হলেও ব্যতিক্রম ঘটনা ঘটে ময়মনসিংহের গৌরীপুরে। যেখানে সারা দেশ এখন তাকিয়ে আছে এ উপজেলার ভালুকাপুর উচ্চ বিদ্যালয়ের দিকে। গত রোববার ব্যালট পেপার ও পেপারবাক্স ছিনতাইয়ের ঘটনায় এ কেন্দ্রের ভোট স্থগিত ঘোষণা করা হয়। ফলে নৌকা প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার আনজুম পপি পেয়েছেন ৫৩ হাজার ১৯৬ ভোট। ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ২১১ ভোট। নৌকা প্রতীকের প্রার্থী ৯৮৫ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। স্থগিত ভোটকেন্দ্রের ভোটার সংখ্যা ৩ হাজার ৩২ জন।