মোমেনের সমর্থনে মহানগর শ্রমিকলীগের প্রচার মিছিল ও মতবিনিময় সভা

- আপডেট সময় : ০২:০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ ডেস্ক :
৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন এর নৌকা মার্কার সমর্থনে প্রচার মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকালে সিলেট মহানগর শ্রমিকলীগের উদ্যোগে এ প্রচার মিছিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মহানগর হকার্সলীগের সভাপতি রকিব আলীর সভাপতিত্বে প্রচার মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিমস প্রমুখ।
মিছিল শেষে ড. এ কে আব্দুল মোমেন এর প্রধান নির্বাচনী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার কবির সেলিম।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল আনোয়ার, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সদস্য দিবাকর ধর রাম, মহানগর হকার্স লীগের সহ সভাপতি জামে আলম, সেলিম আহমদ, হরি লাল দাস, মখলেছ, কিবরিয়া, রোমন, কালু, লিটন পাল প্রমুখ।