বিমান মন্ত্রীর সঙ্গে ব্যারিস্টার সুমনের লড়াই

- আপডেট সময় : ০৪:২১:২৩ অপরাহ্ন, শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ ৬৮ বার পড়া হয়েছে
হবিগঞ্জ,মাধবপুর প্রতিনিধি :
প্রচারণায় হবিগঞ্জ-৪ আসনের নির্বাচনী এলাকা।চা-বাগান অধ্যুষিত এ আসনে স্বাধীনতার পর ৩টি নির্বাচন ছাড়া প্রতিটি নির্বাচনেই আওয়ামী লীগের প্রার্থী জয়ী হয়েছেন।জয়ের ক্ষেত্রে মূল নিয়ামক চা শ্রমিকদের ভোট।স্বাধীনতার পর থেকেই তারা নৌকায় ভোট দিয়ে আসছেন।
হবিগঞ্জ-৪ আসনে গত দুবার নির্বাচিত হয়ে এবারও নৌকা পেয়েছেন বর্তমান সংসদ সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।নির্বাচনের মাঠ অনেকটা অনুকূলেই ছিল তার জন্য।কিন্তু এবার নৌকার বিজয়ে বাধা হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী আরেক সাবেক যুবলীগ নেতা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যারিস্টার সাইদুল হক সুমন।ফলে নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন ভোটাররা।হেভিওয়েট এ দুই প্রার্থী প্রতীক পাওয়ার পর সরব রয়েছেন ভোটের মাঠে।
দিন থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন চা বাগান ও পাড়া মহল্লায় জনসভা করেছেন মাহবুব আলী।সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণায় আছেন সুমন।সম্প্রতি চুনারুঘাটের আমু চা বাগানের নাচ ঘরে চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি।সভায় মাহবুব আলী বলেন,বঙ্গবন্ধু চা শ্রমিকদের ভোটের অধিকার দিয়েছিলেন।স্বাধীনতার পর থেকেই নৌকায় ভোট দিয়ে আসছেন।তাই এবারও নৌকায় ভোট দিয়ে বিজয়ী করবেন।কোনো অপশক্তি চা শ্রমিকদের কিনতে পারবে না।কোনো ভণ্ড প্রতারকের কথা বিশ্বাস করবেন না।
ব্যারিস্টার সুমন বলেন,এলাকার মানুষ নৌকা না নৌকার মাঝি পরিবর্তন চায়।আমরা নৌকার বিরুদ্ধে না,মাঝি পরির্বতন করতে চাই।হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট)আসনটি সিলেট বিভাগের প্রবেশদ্বার।মাধবপুর ও চুনারুঘাট উপজেলার ২১টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত।
এ আসনে নির্বাচন করছেন ৮ জন।তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো.মাহবুব আলী,স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন,বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো.আল আমিন,ইসলামী ঐক্যজোট বাংলাদেশ মনোনীত মো.আবু ছালেহ,জাতীয় পার্টি মনোনীত আহাদ উদ্দিন চৌধুরী,বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের মো.মুখলেছুর রহমান,ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ-এর মো.আব্দুল মমিন,বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোটের রাশেদুল ইসলাম।