সিলেট ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

- আপডেট সময় : ০৫:৫১:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ৫৪ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:
সিলেট ব্যবসায়ী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা শনিবার (১৬ ডিসেম্বর) রাতে নগরীর একটি হোটেলে সমিতির সভাপতি হাজী আবুল হোসেন হুমায়ুনের সভাপতিত্বে এবং সহ সভাপতি আনোয়ার হোসেন আনা মিয়া ও সদস্য মোঃ আব্দুল আউয়ালের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
সভায় ২০২২-২০২৩ ইংরেজি সনের বার্ষিক অডিট প্রতিবেদন ও সাধারণ সম্পাদক এর প্রতিবেদন পেশ করেন হাজী বদরুল আলম মজনু।সভায় স্বাগত বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন,শামসুদ্দিন রাজা মিয়া,আলহাজ মনির হোসেন,সিলেট ভোগ্যপণ্য পরিবেশক গ্রুপের সাধারণ সম্পাদক আমিনুজ্জামান জোয়াহির,আব্দুল আলিম বাবু মিয়া,ওলিউর রহমান সাজন,আব্দুল্লাহ আল মামুন,দুলাল হোসেন,মাওলানা নাজমুল হোসেন,আব্দুস সালাম,কবির আহমদ প্রমুখ।
সভায় প্রয়াত কর্মকর্তা ও সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃশাহ আলম।