সিলেটে জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

- আপডেট সময় : ১২:৪৭:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ ১২২ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:
সারা দেশের ন্যায় সিলেটেও আজ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি প্রধান অতিথি হিসেবে সিলেটে সদর উপজেলায় লাক্কাতুরা চা বাগানের স্বাস্হ্য ক্লিনিক কেন্দ্রে ১২ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার জাতীয় পুষ্টিসেবা এবং স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের বাস্তবায়নে সিলেট সদর উপজেলা স্বাস্থ্য অফিসের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উদ্বোধন করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ হারুন-অর-রশীদ, বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরী এবং ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা।
উল্লেখ্য সিলেট সদর উপজেলার জালালাবাদ,হাটখোলা,খাদিমনগর,খাদিমপাড়া,টুকেরবাজার,মোগলগাঁও, কান্দিগাঁওসহ মোট ০৭টি ইউনিয়ন ও জালালাবাদ সেনা নিবাসে মোট ০৪টি ক্যাটাগরিতে বিভিন্ন বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৩ উপলক্ষ্যে দিনব্যাপী শিশুদের এক লক্ষ আই.ইউ.(নীল ক্যাপসুল) এবং দুই লক্ষ আই. ইউ.(লাল ক্যাপসুল) এ দু ধরনের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।সিলেট সদর উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৬৩১ জন শিশুকে ও ৬ থেকে ১১ মাস বয়সী ০৯ জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।এছাড়াও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪০৮০৩ জন শিশুকে এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৪৫ জন প্রতিবন্ধী শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।