বন্দরবাজার পূর্ব বিরোধের জের ধরে ডালিম (৩৩) নামে এক ব্যক্তিকে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে পালিয়ে যায়

- আপডেট সময় : ০৪:৫৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০২৩ ৮৪ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:
জানা যায় জালালাবাদ থানার ,সিলেট জেলার রাজারগাও গ্রামের বাসিন্দা পূর্ব বিরোধের জের ধরে মৃত আব্দুল মতিনের,ছেলে,ডালিম (৩৩) সবজি বিক্রেতা রুবেলের নিকট হইতে সবজি বিক্রয়ের পাওনা টাকা আনতে গেলে গত ২৫/১১/২০২৩ ইং সন্ধ্যা অনুমান ০৬.৩০ ঘটিকার সময়-১/জনি (৩০),পিতা- রাজেন্দ্র,২/রুবেল (৩৬),পিতা- ফজর আলী, উভয় সাং- দক্ষিণ সুরমা, সিলেট।৩/ সাইফুল ইসলাম (৩২), পিতা-অজ্ঞাত, সাং-অজ্ঞাত।৪/ পাবেল (২২), পিতা-উজ্জ্বল,সাং-শাহী ঈদগাহ,সর্ব থানা কোতোয়ালি,জেলা-সিলেটসহ অজ্ঞাতনামা ৩/৪ জন পরিকল্পিতভাবে সিলেট কোতোয়ালি মডেল থানাধীন বন্দরবাজারস্থ রংমহল টাওয়ারের পূর্ব পাশে নির্জন স্থানে নিয়ে দেশিয় অস্র দিয়ে গুরুতর কাটা রক্তাক্ত মারাত্বক ভাবে জখম করে।

ডালিম জানায় পরে তার শোর চিৎকার শুনিয়া আশপাশের লোকজন আগাইয়া আসিতে দেখিয়া বিবাদীগনসহ অজ্ঞাতনামা বিবাদীগন এলোপাথাড়ি মারিয়া চেঁচাফুলা জখম করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করিয়া দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পরবর্তীতে আশপাশের লোকজন আসিয়া রক্তাক্ত অবস্থায় উদ্ধার করিয়া চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত ডাক্তার উক্ত হাসপাতালের এম এস ইউ বিভাগের ৪ নং ওয়ার্ডে ভর্তি করেন এবং জখমের স্থানে প্রায় ৩৫/৪০ টি সেলাই প্রদান করেন।

গত ৩০/১১/২০২৩ ইং তারিখে ডালিম বাদি হয়ে সিলেট কোতোয়ালি মডেল থানায়েএকটি অভিযোগ দায়ের করেন।