ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান শাকিবের যে সিনেমায় ‘বুবলী’ হয়েছিলেন অপু বিশ্বাস গাজার মুসলমানদের সমর্থনে বলিউড অভিনেত্রীর পোস্ট আরেকটি এফ-৩৫ ধ্বংস, ইসরাইলের জন্য অন্ধকার পূর্বাভাস ইসরাইলের সামরিক গোয়েন্দা স্থাপনায় ইরানের হামলা বিমান দুর্ঘটনায় ভারতীয় ক্রিকেটারের মৃত্যু গল টেস্টের প্রথম দিনে দুই সেঞ্চুরি, ভালো পজিশনে বাংলাদেশ সেনাপ্রধানের সঙ্গে ডব্লিউজিইআইডি ভাইস চেয়ারপারসনের সৌজন্য সাক্ষাৎ জরিপের ফল-পথে বেড়ে উঠা শিশুদের ৫৮ শতাংশেরই নেই জন্মসনদ চুনারুঘাট সীমান্তে বিজিবির হাতে ভারতীয় নাগরিক আটক কুলাউড়ায় ৫০০ চক্ষু রোগীকে ফ্রি চিকিৎসা সেবা দিল ‘এনএসএস’

৫টি রেলস্টেশন তালাবদ্ধ,সরকারী কোটি টাকা মূল্যের জমি বেদখল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩ ৯২ বার পড়া হয়েছে

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

আখাউড়া রেল সেকশনের মাধবপুর উপজেলায় লোকবলের অভাবে ৫টি রেল স্টেশন এক যুগ ধরে বন্ধ।রেলওয়ের কোটি-কোটি টাকা মূল্যের জমি বেদখলহয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া-সিলেট রেল সেকশনের বাল্লা, কুশিয়ারা,জালালাবাদ ও সুরমা মেইল নিয়মিত চলাচল করত এবং কাসিমনগর, শাহপুর, তেলিয়াপাড়া,ইটাখোলা ও ছাতিয়াইন রেলস্টেশনে যাত্রা-বিরতি দিত। লোকবল ও সংস্কারের অভাবে বতর্মানে সুরমা মেইল ব্যতীত সবগুলো ট্রেন চলাচল বন্ধ থাকার করনে স্টেশন গুলো বন্ধ হয়ে যায়।১০-১২ বছর ধরে মাধবপুর উপজেলার কাসিমনগর,শাহপুর, তেলিয়াপাড়া,রেলস্টেশনে আখাউড়া থেকে সিলেট লোকাল ট্রেন যাত্রা বিরতি করলেও ৩টি রেলস্টেশনে কোনো টিকিট মাস্টার বা লোকবল ছিল না। কাসিম নগর রেল স্টেশনের টিকিট মাস্টার নুরুল ইসলাম গত ১৩ বছর পূর্বে মারা যাওয়ার পর এ স্টেশনে কোন নতুন লোকবল প্রদান করা হয়নি।যে কারণে রেল স্টেশনের কার্যালয়ে তালা পড়ে।

এলাকাবাসী জানান,ঐ সময়ে পার্শ্ববর্তী ১৫/২০টি গ্রাম থেকে আখাউড়া-সিলেট রোডে প্রায় প্রতিদিন ৪টি লোকাল ট্রেনে ২/৩শ’ যাত্রী সাধারণ ওঠানামা করত।তেলিয়াপাড়া ও শাহপুর এবং ইটাখোলা রেলস্টেশন থেকে সুরমা, তেলিয়াপাড়া চা বাগান থেকে প্রতিদিন সিলেট গন্তব্যে প্রচুর যাত্রী যাতায়াত করতেন।তেলিয়াপাড়া স্টেশনের টিকিট মাস্টার আবদুল হাই প্রায় ১২ বছর আগে মারা যাওয়ার পর স্টেশনটি বন্ধ হয়ে পড়ে।এছাড়া সংস্কার ও লোকবলের অভাবে ইটাখোলা ও ছাতিয়াইন রেলস্টেশন অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়েছে।এক সময় ছাতিয়াইন রেলস্টেশন থেকে জনগণের চলাচলের একমাত্র মাধ্যম ছিল রেল।এ রেলস্টেশন থেকে কৃষি পণ্য ঢাকা-চট্টগ্রাম সিলেটে সরবরাহ করা হতো।ফলে এলাকার কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব পেত।এখন এ রেলস্টেশনটি সংস্কার করে আবার পুনরায় ট্রেন চলাচলে ব্যবস্থা করলে এলাকাবাসী উপকৃত হবে। কাসিমনগর রেলস্টেশনটি একটি জনগুরুত্বপূর্ণ স্টেশন। ব্রিটিশ আমল হতে এ স্টেশন থেকে অনেক লোক যাতায়াত করত। বর্তমানে রেলস্টেশনটি সংস্কার করে লোকবল নিয়োগ করে চালু করলে সরকার রাজস্ব পেত।

রেলওয়ের সাবেক পরিচালক (ট্রাপিক) সৈয়দ আব্দুল মুকিত বলেন,বন্ধ স্টেশনগুলোতে সাধারন জনসমাগম কম থাকায় সেখানে রেলওয়ের বিভিন্ন স্থাপনা লুট করে নিয়ে যাচ্ছে এবং রেলওয়ের জায়গা আস্তে আস্তে বেদখল হয়ে যাচ্ছে।রেলওয়ের আখাওড়া-কুলাউড়া সেকশনের পরিদশক (পরিবহন)-তৌফিকুল আলম রুবেল জানান,উক্ত ৫টি স্টেশন হল ডি ক্যাটাকরির সম্পুর্ণ লোকবলের অভাবে এ স্টেশন গুলি বন্ধ আছে।রেলওয়ে জমি বেদখল বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন,এটা রেলওয়ে ভু-সম্প্রত্তি বিভাগ আছে তারা দেখবাল করে তাদের সাথে যোগাযোগ করুন। শাহজিবাজার রেলস্টেশন স্টেশন মাষ্টার নাই এবং ট্রেন গুলি মধ্য রেল লাইনে থামায় এতে যাত্রীরা খুব কষ্ট করে উঠানামা করে এমন প্রশ্ন করলে তিনি বলেন,শাহজিবাজারে একজন বুকিং সহকারী আছেন তিনি টিকেট বিক্রি করেন আর বজ্রপাতে গত তিন বছর আগে সিগনাল সিস্টেমে সমস্যা হয় তা টিক করার জন্য প্রক্রিধীন আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৫টি রেলস্টেশন তালাবদ্ধ,সরকারী কোটি টাকা মূল্যের জমি বেদখল

আপডেট সময় : ০৩:৫৮:২২ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩

ভিউ নিউজ ৭১ ডেস্ক:

আখাউড়া রেল সেকশনের মাধবপুর উপজেলায় লোকবলের অভাবে ৫টি রেল স্টেশন এক যুগ ধরে বন্ধ।রেলওয়ের কোটি-কোটি টাকা মূল্যের জমি বেদখলহয়ে যাচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া-সিলেট রেল সেকশনের বাল্লা, কুশিয়ারা,জালালাবাদ ও সুরমা মেইল নিয়মিত চলাচল করত এবং কাসিমনগর, শাহপুর, তেলিয়াপাড়া,ইটাখোলা ও ছাতিয়াইন রেলস্টেশনে যাত্রা-বিরতি দিত। লোকবল ও সংস্কারের অভাবে বতর্মানে সুরমা মেইল ব্যতীত সবগুলো ট্রেন চলাচল বন্ধ থাকার করনে স্টেশন গুলো বন্ধ হয়ে যায়।১০-১২ বছর ধরে মাধবপুর উপজেলার কাসিমনগর,শাহপুর, তেলিয়াপাড়া,রেলস্টেশনে আখাউড়া থেকে সিলেট লোকাল ট্রেন যাত্রা বিরতি করলেও ৩টি রেলস্টেশনে কোনো টিকিট মাস্টার বা লোকবল ছিল না। কাসিম নগর রেল স্টেশনের টিকিট মাস্টার নুরুল ইসলাম গত ১৩ বছর পূর্বে মারা যাওয়ার পর এ স্টেশনে কোন নতুন লোকবল প্রদান করা হয়নি।যে কারণে রেল স্টেশনের কার্যালয়ে তালা পড়ে।

এলাকাবাসী জানান,ঐ সময়ে পার্শ্ববর্তী ১৫/২০টি গ্রাম থেকে আখাউড়া-সিলেট রোডে প্রায় প্রতিদিন ৪টি লোকাল ট্রেনে ২/৩শ’ যাত্রী সাধারণ ওঠানামা করত।তেলিয়াপাড়া ও শাহপুর এবং ইটাখোলা রেলস্টেশন থেকে সুরমা, তেলিয়াপাড়া চা বাগান থেকে প্রতিদিন সিলেট গন্তব্যে প্রচুর যাত্রী যাতায়াত করতেন।তেলিয়াপাড়া স্টেশনের টিকিট মাস্টার আবদুল হাই প্রায় ১২ বছর আগে মারা যাওয়ার পর স্টেশনটি বন্ধ হয়ে পড়ে।এছাড়া সংস্কার ও লোকবলের অভাবে ইটাখোলা ও ছাতিয়াইন রেলস্টেশন অনেক বছর ধরে পরিত্যক্ত হয়ে পড়েছে।এক সময় ছাতিয়াইন রেলস্টেশন থেকে জনগণের চলাচলের একমাত্র মাধ্যম ছিল রেল।এ রেলস্টেশন থেকে কৃষি পণ্য ঢাকা-চট্টগ্রাম সিলেটে সরবরাহ করা হতো।ফলে এলাকার কৃষকরা উপকৃত হওয়ার পাশাপাশি সরকারও রাজস্ব পেত।এখন এ রেলস্টেশনটি সংস্কার করে আবার পুনরায় ট্রেন চলাচলে ব্যবস্থা করলে এলাকাবাসী উপকৃত হবে। কাসিমনগর রেলস্টেশনটি একটি জনগুরুত্বপূর্ণ স্টেশন। ব্রিটিশ আমল হতে এ স্টেশন থেকে অনেক লোক যাতায়াত করত। বর্তমানে রেলস্টেশনটি সংস্কার করে লোকবল নিয়োগ করে চালু করলে সরকার রাজস্ব পেত।

রেলওয়ের সাবেক পরিচালক (ট্রাপিক) সৈয়দ আব্দুল মুকিত বলেন,বন্ধ স্টেশনগুলোতে সাধারন জনসমাগম কম থাকায় সেখানে রেলওয়ের বিভিন্ন স্থাপনা লুট করে নিয়ে যাচ্ছে এবং রেলওয়ের জায়গা আস্তে আস্তে বেদখল হয়ে যাচ্ছে।রেলওয়ের আখাওড়া-কুলাউড়া সেকশনের পরিদশক (পরিবহন)-তৌফিকুল আলম রুবেল জানান,উক্ত ৫টি স্টেশন হল ডি ক্যাটাকরির সম্পুর্ণ লোকবলের অভাবে এ স্টেশন গুলি বন্ধ আছে।রেলওয়ে জমি বেদখল বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন,এটা রেলওয়ে ভু-সম্প্রত্তি বিভাগ আছে তারা দেখবাল করে তাদের সাথে যোগাযোগ করুন। শাহজিবাজার রেলস্টেশন স্টেশন মাষ্টার নাই এবং ট্রেন গুলি মধ্য রেল লাইনে থামায় এতে যাত্রীরা খুব কষ্ট করে উঠানামা করে এমন প্রশ্ন করলে তিনি বলেন,শাহজিবাজারে একজন বুকিং সহকারী আছেন তিনি টিকেট বিক্রি করেন আর বজ্রপাতে গত তিন বছর আগে সিগনাল সিস্টেমে সমস্যা হয় তা টিক করার জন্য প্রক্রিধীন আছে।