বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি সিলেট

- আপডেট সময় : ০৩:৩০:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩ ১৩৩ বার পড়া হয়েছে
ভিউ নিউজ ৭১ প্রতিবেদন:
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট বার শাখার আহবায়ক কমিটি গঠিত হয়েছে। আজ ৮ জুন সিলেটের স্থানীয় একটি রেস্টুরেন্টে এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট হাসান তারিক চৌধুরী, আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট নিরঞ্জন দাশ খোকন। সভায় সর্বসম্মতিক্রমে এডভোকেট মোহাম্মদ মনির উদ্দিনকে আহবায়ক, এডভোকেট বিদ্যুৎ কুমার দাশ বাপন ও এডভোকেট মোস্তাকিম আহম্মদ কাওছারকে যুগ্ম আহবায়ক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেনঃ
এডভোকেট শরদিন্দু পাল, এডভোকেট বাপ্পী মণি দেব, এডভোকেট মোহাম্মদ ফজলুর রহমান, এডভোকেট দেবাশীষ দাস, এডভোকেট সর্বোত্তম দেব, এডভোকেট ঝুন্টু কুমার চন্দ, এডভোকেট নিরঞ্জন দাশ খোকন, এডভোকেট শাহাদাত ইসলাম। সভায় প্রধান অতিথি এডভোকেট হাসান তারিক চৌধুরী আইনজীবীদের নানা ধরনের পেশাগত সমস্যার সমাধানের লক্ষ্যে সিলেটে একটি কার্যকর আন্দোলন গড়ে তোলার পাশাপাশি বিচারাঙ্গনের সকল অশুভ অপতৎপরতার বিরুদ্ধে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সিলেট বার শাখার নবনির্বাচিত আহবায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।