সাংবাদিক আমিনুল ইসলামের ওপর হামলাকারীদের শাস্তি দাবি

- আপডেট সময় : ০৬:২৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩ ১২৫ বার পড়া হয়েছে
সুনামগঞ্জ প্রতিনিধি,অনলাইন সংস্করণ
যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিবেদক সাংবাদিক আমিনুল ইসলামের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় দৃষ্টন্তমূলক শাস্তি চেয়ে মানববন্ধন করেছেন সুনামগঞ্জ জেলার সর্বস্তরের সাংবাদিকরা।
গত শনিবার দুপুরে সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্ট চত্বরে) মানববন্ধন অনুষ্ঠিত হয়।এ সময় যুগান্তরের (তাহিরপুর) স্টাফ রিপোর্টার হাবিব সরোয়ার আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডিবিসির সুনামগঞ্জ প্রতিনিধি আসাদ মণি, সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি একে মিলন, মাই টিভি প্রতিনিধি আবু হানিফ, দৈনিক আমার বার্তা জেলা প্রতিনিধি মো. আফজাল হোসেন, দৈনিক ভোরের সময় জেলা প্রতিনিধি আপ্তাব উদ্দিন, গ্লোবাল টিভির প্রতিনিধি এনামুল হক মুন্না প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক আমিনুল ইসলামের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।এ সময় উপস্থিত ছিলেন মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, যুগান্তরের জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি সানোয়ার হাসান সুনু, দোয়ারা উপজেলা প্রতিনিধি তাজুল ইসলাম, জামালগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক আজকালের খবর জেলা প্রতিনিধি আমিনুল হক, দৈনিক ডেসটিনি জেলা প্রতিনিধি বিপলু রজ্ঞন দাস, দৈনিক বাংলাদেশ বুলেটিন জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন লিটন, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, দৈনিক সারাবাংলা সংবাদ জেলা প্রতিনিধি শাওন রায়, নিউ টাইমস্২৪ স্টাফ রিপোর্টার রহিম রানা, বর্তমান সময়.কম স্টাফ রিপোর্টার আক্তার হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।