জাতি গঠনের অংশ হিসেবে স্কাউট আন্দোলনকে জোরদার করতে হবে বিভাগীয় কমিশনার

- আপডেট সময় : ০৪:০১:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩ মে ২০২৩ ৮৫ বার পড়া হয়েছে
গোলাপগঞ্জ (সিলেট) থেকে নিজস্ব সংবাদদাতা :
সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, জাতি গঠনে সমন্বিত প্রয়াসের অংশ হিসেবে স্কাউট আন্দোলনকে আরো জোরদার করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুটি করে স্কাউট দল গঠন করে স্মার্ট বাংলাদেশ গড়তে স্কাউটদের অবদান রাখতে হবে। অপার সম্ভাবনাময় বাংলাদেশ এগিয়ে যাচ্ছে সমৃদ্ধির পথে। স্কাউটরা দেশপ্রেমিক ও মানবিক গুণ সম্পন্ন নতুন প্রজন্ম গড়ার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশকে আরো এগিয়ে নিয়ে যাবে।
তিনি গত রোববার বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের আঞ্চলিক কাউন্সিলের ২৭তম বার্ষিক সাধারণ সভায় উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।গোলাপগঞ্জ লক্ষণাবন্দস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণকেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফী চৌধুরী এলিমের সভাপতিত্বে ও স্কাউটার প্রমথ সরকার এলটির সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক মুবিন আহমদ জায়গীরদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ সিলেটের সাবেক পিপি এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ, গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী মান্নান।
বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুমিত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সহ-সভাপতি বদরুন্নাহার এলটি, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাজেদ আহমদ চঞ্চল, যুগ্ম সম্পাদক সৈয়দ মুনিম রিমন, বাংলাদেশ স্কাউটস এর আঞ্চলিক পরিচালক মাহফুজা পারভীন, সিলেট জেলা স্কাউট কমিশনার মামুন আহমদ, সম্পাদক হিফজুর রহমান খান, হবিগঞ্জ জেলা স্কাউট সম্পাদক শাহজাহান কবির, মৌলভীবাজার জেলা সম্পাদক মো: ফয়জুর রহমান, মেট্রোপলিটন জেলা স্কাউট সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্কাউটার মাহফুজ আহমদ চৌধুরী। পবিত্র গীতা পাঠ করেন স্কাউটার প্রমথ সরকার। অনুষ্ঠানে অ্যাওয়ার্ড প্রাপ্ত এ্যাডাল্ট লিডারদের মধ্যে অ্যাওয়ার্ড বিতরণ ও বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের কমিশনার মহিউল ইসলাম মুমিত বাংলাদেশে স্কাউটস এর সর্বোচ্চ অ্যাওয়ার্ড রৌপ্যব্যাঘ্র লাভ করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়।