ঘুষ ছাড়া কাজ করেনা তালা উপজেলার খলিষখালীর নায়েব শহিদুল

- আপডেট সময় : ১১:৩০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা জেলা তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের ভূমি অফিস কর্মকর্তা শহীদুল বিরুদ্ধে ঘুষ বাণিজ্য অভিযোগ উঠেছে। দিনের পর দিন এসব ঘুষ বানিজ্য চালিয়ে রয়েছেন বহাল তবিয়তে।
এ ব্যাপারে এলাকাবাসী জানায়, নায়েব শহিদুল খাস জমি দেয়ার নামে ১০থেকে পনেরো হাজার টাকা করে নিয়ে বসে আছো কিন্তু কোন কাজ হচ্ছেনা।
কিছুদিন আগে পরান সরদারের কাছ থেকে খাস জমি দে
বে বলে ৮হাজার টাকা নেয় নায়েব শহিদুল এছাড়া মঙ্গালান্দকাটি গ্রামের বেজি মজিদ জানায়, নায়েব শহিদুল টাকার বিণিময়ে জেলেদের মাছ ধরার খাল গোপনে হারি দেয়। মহিবুল্লাহ নামে একজন অভিযোগ করেন তার দুধলী বিলে কিছু খাস জমি আছে। সে জমির জন্য অল্প কিছু টাকা নিয়ে গেলে নায়েব শহিদুল ৫হাজার টাকা চায়।সেই টাকা দিতে না পারায় নায়েব তার ডিসি আর কাটেনি। পাকশিয়ার নরেন মন্ডল জানায়, সে জমির জন্য দুই বছরের খাজনা দিতে যায়। নায়েব তার কাছে ৩হাজার টাকা নেয়। সরকারী ফি ৭০টাকা করে বছরে। এবিষয় জানতে চাইলে নায়েব শহিদুল কোন কথা বলেনি।
অনুসন্ধান এগিয়ে জানা যায়, শহিদুল ৪/৩/ ২০২৩/ তারিখে খলিষখালি মৌজার একটি ঘাস জমি ডিছি আর কেটে দেওয়ার কথা বলে শুভ নামে এক ব্যক্তির কাছ থেকে ৩০হাজার টাকা চুক্তি করে পরবর্তীতে সাংবাদিকরা জানতে পারলেই টাকা ফেরত দেওয়া ওয়াদা করেও সেই টাকা দেয়নি।
এ ব্যাপারে ভুক্তভোগী শুভ মন্ডল জানান খলিষখালি নায়েব শহিদুল আমার একটা জমির ডিসি আর কেটে দিবে বলে ৩০ হাজার টাকা চুক্তি করে চুক্তি অনুযায়ী তাকে দশ হাজার টাকা দিতে হয় সে আমার কাজ না করার আগেই আবার ২০ হাজার টাকা চাই আমি না দিতে চাইলেই সে আমার কাজ করে দিবে না বলে অস্বীকার করে। এব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে এলাকা বাসী।
এ ব্যাপারে ভূমি অফিস নায়েব শহিদুল কাছে জানতে চাইলে তিনি বলেন
আমি টাকা নিছি তা আপনার কি। পারলে আপনার কিছু করে নেন আপনাদের দৌঁড় আমার জানা আছে। এ
কথা বলেই তার ব্যবহৃত ফোনটা কেটে দেন।
এ ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রসাশন হুমায়ন কবির জানায়, লিখিত অভিযোগ দিলে নায়েবের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।