সংবাদ শিরোনাম ::
খানসামায় মধ্যে রাতে আগুন; পুড়ে ছাঁই গবাদিপশু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০১:৫৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৯ মার্চ ২০২৩ ৭৪ বার পড়া হয়েছে
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলায় আগুনে পুড়ে ছাঁই ৩ টি ঘর,৩টি গরু,৫টি ছাগল ও হাঁস মুরগিসহ আসবাদপত্র।
মঙ্গবার দিবাগত রাতে খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পশ্চিম হাসিমপুরের সর্দার পাড়ার মামুনুর রশীদের বাড়িতে এই ঘটনা ঘটে।
মঙ্গলবার ঐ বাড়ির বাসিন্দারা নিজ নিজ স্বয়ংকক্ষে ঘুমিয়ে পরে। কিন্তু মধ্যরাতে গোয়াল ঘরে আগুন দেখে চিৎকার করলে প্রতিবেশীরা এগিয়ে আসে। ততক্ষণে গোয়াল ঘর, খড়ি ঘরসহ ৩টি ঘর, ৩টি গরু, ৫টি ছাগল ও ২০ টি হাঁস-মুরগি পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়।
গোয়ালডিহি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন জানান, গোয়াল ঘরে কয়েলের আগুন দিয়ে এই ঘটনা ঘটে।