মুরগির মূল্য বৃদ্ধি

- আপডেট সময় : ১০:৩৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩ ১১৬ বার পড়া হয়েছে
কাজী,আফতাব,সিপি ও প্যারাগনকে ভোক্তা অধিদপ্তরে তলব

বাজারে পোলট্রির (ব্রয়লার মুরগি) অযৌক্তিক’মূল্যবৃদ্ধির কারণ ব্যাখ্যা চেয়ে মুরগি উৎপাদনকারী চার প্রতিষ্ঠানকে তলব করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার সংস্থাটির পক্ষ থেকে এক চিঠিতে এসব প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়েছে।এই চার প্রতিষ্ঠান হচ্ছে কাজী ফার্মস লিমিটেড,আফতাব বহুমুখী ফার্মস লিমিটেড, সিপি বাংলাদেশ ও প্যারাগন পোলট্রি অ্যান্ড হ্যাচারি লিমিটেড।
চিঠিতে আজ বৃহস্পতিবার বেলা দেড়টায় ভোক্তা অধিদপ্তরের কার্যালয়ে প্রয়োজনীয় প্রমাণাদিসহ সশরীর উপস্থিত হয়ে এসব প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মুরগির অযৌক্তিক দামের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছে অধিদপ্তর।এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো.আবদুল জব্বার মণ্ডল প্রথম আলোকে বলেন,এসব প্রতিষ্ঠানকে নথিপত্রসহ আসতে বলা হয়েছে।উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভোক্তা অধিদপ্তরের চিঠিতে বলা হয়, গতকাল রাজধানীতে বাজার তদারকিকালে নিউমার্কেটের বনলতা কাঁচাবাজারে খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগি ২৭০ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়।এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ২১৫ টাকা থেকে ২২৫ টাকার মধ্যে মুরগি বিক্রির তথ্য পেয়েছে অধিদপ্তর।গতকাল বাজার তদারকিতে ছিল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি।
এর আগে ৯ মার্চ পোলট্রি মুরগি উৎপাদনকারী কোম্পানি ও ব্যবসায়ীদের সঙ্গে ভোক্তা অধিদপ্তর এক মতবিনিময় সভা করে।সভায় ব্রয়লার মুরগির উৎপাদন ব্যয় করপোরেট পর্যায়ে ১৩০ থেকে ১৪০ টাকা এবং প্রান্তিক খামারি পর্যায়ে ১৫০ থেকে ১৬০ টাকা বলে জানায় উৎপাদনকারীরা। একই সভায় উৎপাদনকারীরা জানিয়েছিল,খুচরা পর্যায়ে ব্রয়লার মুরগির দাম সর্বোচ্চ ২০০ টাকা।তবে বাজারে এর চেয়ে বেশি দামে মুরগি বিক্রির প্রমাণ পেয়ে আজ দুপুরে ব্রয়লার মুরগির অযৌক্তিক মূল্যবৃদ্ধির বিষয়ে ব্যাখ্যা দিতে মুরগি ও বাচ্চা উৎপাদনকারী শীর্ষ চারটি প্রতিষ্ঠানকে তলব করে ভোক্তা অধিদপ্তর।