জৈন্তাপুরে বালুবাহী ট্রাকে ৫৫ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ
- আপডেট সময় : ০৭:০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ৫ বার পড়া হয়েছে
জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুর উপজেলায় সিলেট-তামাবিল মহাসড়কে সেনাবাহিনী চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে একটি বালুবাহী ট্রাকে করে বালুর নিচে লুকিয়ে কৌশলে পাচারকালে বিপুল পরিমাণ ভারতীয় চশমা ও কিটক্যাট চকলেট জব্দ করা হয়েছে।
শনিবার (২২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে উপজেলার হরিপুর গ্যাস ফিল্ড সেনা ক্যাম্পের চেকপোস্টে সেনাবাহিনীর একটি বিশেষ তল্লাশি অভিযানে এই ভারতীয় বিপুল পরিমাণ অবৈধ পণ্য জব্দ করা হয়।
জানা গেছে, ইনফেন্ট্রি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের একটি আভিযানিক দলের নেতৃত্বে পরিচালিত অভিযানকালে জাফলং থেকে ঢাকার কেরানীগঞ্জগামী বালুবোঝাই একটি ট্রাককে (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ট ১৪-২৬৩১) চেকপোস্টে থামার সংকেত দিলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক ও হেলপার পালিয়ে যান। পরে ট্রাকটি সন্দেহজনক মনে হলে সেটিকে ক্যাম্পের ভেতরে এনে সিভিল শ্রমিক দ্বারা আনলোড করা হয়। আনলোড শেষে বালুর নিচে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় চশমা ও কিটক্যাট চকলেট।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৬ হাজার ৫১২ পিস ভারতীয় চশমা যার আনুমানিক সিজারমূল্য ৪৬ লক্ষ ৫১ হাজার ২০০ টাকা এবং ১৩ হাজার ৯৬৫ পিস কিটক্যাট চকলেট যার আনুমানিক সিজারমূল্য ৮ লক্ষ ৩৭ হাজার ৯০০ টাকা। জব্দকৃত পণ্যের মোট সিজারমূল্য ৫৪ লক্ষ ৮৯ হাজার ১০০ টাকা।
সেনা ক্যাম্প সূত্রে আরও জানা গেছে, শনিবার বেলা ১১টায় ট্রাক ও জব্দকৃত পণ্য বিজিবির সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) নিকট হস্তান্তর করা হয়েছে।


























