গ্রেফতার শিক্ষকের মুক্তির দাবিতে সিরাজুল ইসলাম আলিম মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট সময় : ০৬:১৮:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫ ১ বার পড়া হয়েছে
সিলেট শহরতলির সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বাশার মো: আব্দুল গফফারকে যড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে দীর্ঘ মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও আশেপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি ছিলো। গতকাল বৃহস্পতিবার বাদ জোহর স্থানীয় সোনাতলা বাজারে শিক্ষকের নিঃশর্ত মুক্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করে মাদরাসার ছাত্র সংসদ।
মাদরাসার সহকারী অধ্যাপক ক্বারী মাওলানা নুরুল হকের সভাপতিত্বে ও ছাত্র সংসদের ভিপি হুসাম উদ্দিনের পরিচালনায় আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, মাওলানা আবুল বাশার মোহাম্মদ আবদুল গাফফার একজন শিক্ষক। বাস্তবে তিনি একজন ভদ্রলোক। সমাজের ভালো মানুষকে কলঙ্কিত করার যে সংস্কৃতি তা থেকে বেরিয়ে আসতে না পারলে সমাজ অন্ধকারের অতলান্তে ডুবতেই থাকবে। মানববন্ধনে বক্তারা নির্দোষ মাওলানা আবুল বাশারকে গ্রেফতারের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তি ও হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে নাম প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন- শাহ খুররম ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমর উদ্দিন, এলাকার বিশিষ্ট মুরুব্বি ও রাজনীতিবিদ মো. ইন্তাজ আলী, বাংলা প্রভাষক জাহাঙ্গীর আলম বাবুল, ইংরেজি প্রভাষক জামাল আবু নাসের, মাওলানা মুজাহিদ উদ্দিন, প্রাক্তন ছাত্র সাংবাদিক নূর আহমদ, কাজিরগাঁও মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মতিউর রহমান, মাদরাসার ছাত্র সংসদের জিএস আল আমিন।
এসময় উপস্থিত ছিলেন- বটতলা দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা আলা উদ্দিন, সিরাজুল ইসলাম আলিম মাদরাসার আরবী প্রভাষক মাওলানা আব্দুল করিম, সিনিয়র শিক্ষক জালাল আহমদ, আব্দুল মান্নান, আব্দুর রহমান, সাইফুল ইসলাম, বিশিষ্ট মুরুব্বি মন্তাজ আলী, মাদ্রাসা এ তৈয়্যাবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়ার সিনিয়র শিক্ষক শামসুল হক নুরী, মাওলানা ইসহাক আহমদ জসিম, সাবেক ছাত্রনেতা সুহায়িল আহমদ তালুকদার, শিবের বাজার রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল আহমদ, মাওলানা এনামুল হক খান এহসান, সাবেক ছাত্রনেতা মহসিন তালুকদার, প্রাক্তন ছাত্র ও যুবনেতা রুহেল আহমদ, সাওতুল মাদিনা তাহফিজুল কোরআন মাদ্রাসার পরিচালক হাফিজ আশফাকুজ্জামান আদনান, যুবনেতা জুবায়ের আহমেদ, প্রাক্তন ছাত্র আনোয়ার হোসেন, হাফিজ আলমগীর হোসেন, কবির আহমদ, আনোয়ার হোসেন মিলাদ, আশরাফ আলী, দেলোয়ার হোসেন, ছাত্র সংসদের দায়িত্বশীল মোঃ ফখরুল ইসলাম, মারুফ আহমদ, মো. কামরুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, নিজাম উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি।























