দুই কিংবদন্তিকে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিক
- আপডেট সময় : ০২:৫৬:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫ ৩ বার পড়া হয়েছে
খেলা ডেস্ক :
নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের দুই কিংবদন্তি ক্রিকেটার ব্রেন্ডন ম্যাককালাম ও এলিস্টার কুককে ছাড়িয়ে যাওয়ার পথে মুশফিকুর রহিম।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে বুধবার ৯৯ রান করে অপরাজিত আছেন মুশফিক। আগামীকাল দিনের দ্বিতীয় দিনের শুরুটা ভালো করতে পারলে ব্রেন্ডন ম্যাককালামকে ছাড়িয়ে যাবেন মুশফিক। ম্যাককলামকে ছাড়িয়ে যেতে হলে মুশফিককে আর মাত্র ৪ রান করতে হবে।
১০১ টেস্টে অংশ নিয়ে কিউই তারকা ব্রান্ডন ম্যাককালাম ৬ হাজার ৪৫৩ রান করেছেন। তাকে ছাড়িয়ে যেতে হলে আর মাত্র ৩ রান করতে হবে মুশফিকুর রহিমকে।
শুধু ম্যাককলামই নয়, আর মাত্র ৯২ রান করলেই ইংল্যান্ডের কিংবদন্ত ক্রিকেটার অ্যালিস্টার কুককে ছাড়িয়ে যাবেন মুশফিক।
টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি এই তিন ফরম্যাটে ইতোমধ্যে ২১টি সেঞ্চুরির সাহায্যে ১৫ হাজার ৬৪৬ রান করেছেন মুশফিক।
অ্যালিস্টার কুক ৩৮টি সেঞ্চুরির সাহায্যে ১৫ হাহার ৭৩৭ রান করেছেন। তাকে ছাড়িয়ে যেতে হলে আর মাত্র ৯২ রান করতে হবে মুশফিককে।



























