ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংবাদমাধ্যমের স্বাধীনতা এখনো আক্রমণের মুখে: সম্পাদক পরিষদ হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্টের মাসবপ্যাপী সেহরি বিতরণ চলমান যেদিন শেখ মুজিবের কবর জিয়ারত করেছিলেন তারেক রহমান সিলেটে হ ত্যা মামলায় সাংবাদিকসহ ৩১৮৪ আসামী জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কেমুসাসের কর্মসূচি আগামী ২৫জুলাই, জুলাই গণঅভ্যুত্থানের নায়কদের বরণ করতে প্রস্তুত সিলেটবাসী প্রাথমিকে প্রধান শিক্ষকের শূন্যপদে দ্রু ত নিয়োগের নির্দেশ ১৫ টাকা দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার গাড়ি থামিয়ে ঘুষ আদায়, ওসিসহ ৬ পুলিশ প্রত্যাহার মৌলভীবাজার কুলাউড়ায় চাঁদাবাজি – সন্ত্রাস দমনে কঠোর অবস্থানে পুলিশ ঢাকায় বিমানের সাথে বৈঠক করলেন সিলেটের ব্যবসায়ীরা তিনমাস পর বিমানের সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট চালু

কোন দেশ কী বলল, সেটি আমাদের মুখ্য বিষয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘পৃথিবীর অনেক দেশই তো অনেক কথা বলে। অনেক উন্নত দেশে ২০ থেকে ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়। আমাদের এখানে ২০২৪ সালের নির্বাচনে ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এরপরও যদি কেউ বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে তো আমাদের কিছু বলার থাকে না। এ দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী চিন্তা করছেন। কাজেই কোন দেশ কী বলল, সেটি আমাদের মুখ্য বিষয় না।আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের সময় এ দেশের মানুষ বিএনপিকে চিনতে ভুল করেনি। বিএনপি মাত্র ৩০টি আসন পেয়েছিল। তাই ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে ধ্বংসলীলা শুরু করে। নির্বাচনে যাতে কোনো দল অংশ নিতে না পারে, সে জন্য তারা মানুষ পুড়িয়ে হত্যা করতে শুরু করে। কিন্তু এ দেশের মানুষ তাদের বয়কট করেছে। তারা ভোট দিয়ে নতুন সরকার গঠন করেছিল।

২০২৪ সালের নির্বাচনে বিএনপি না এসে একই কায়দায় রক্তের হলি খেলা শুরু করে বলে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি দেশজুড়ে অরাজকতা শুরু করে। আমরা অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপি তাদের আন্দোলন সংগ্রামের নামে একজন প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালাল, হাসপাতালে আক্রমণ করল, এমনকি তারা সাংবাদিক ও মহিলাদেরও নির্মমভাবে পিটিয়েছে। এসব কর্মকাণ্ড করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

সমাবেশে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদ আমান উদ্দিন আহমেদসহ পুলিশের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটের উদ্দেশে কুড়িগ্রাম ছাড়েন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

কোন দেশ কী বলল, সেটি আমাদের মুখ্য বিষয় না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০১:৪৬:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মার্চ ২০২৪

কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে।

ভিউ নিউজ ৭১ ডেস্ক :

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘পৃথিবীর অনেক দেশই তো অনেক কথা বলে। অনেক উন্নত দেশে ২০ থেকে ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়। আমাদের এখানে ২০২৪ সালের নির্বাচনে ৪২ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে। এরপরও যদি কেউ বলেন, নির্বাচন সুষ্ঠু হয়নি, তাহলে তো আমাদের কিছু বলার থাকে না। এ দেশে সুষ্ঠু গণতান্ত্রিক ধারা বজায় রাখার জন্য প্রধানমন্ত্রী চিন্তা করছেন। কাজেই কোন দেশ কী বলল, সেটি আমাদের মুখ্য বিষয় না।আজ বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ও মাদকবিরোধী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৮ সালের নির্বাচনের সময় এ দেশের মানুষ বিএনপিকে চিনতে ভুল করেনি। বিএনপি মাত্র ৩০টি আসন পেয়েছিল। তাই ২০১৪ সালে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে ধ্বংসলীলা শুরু করে। নির্বাচনে যাতে কোনো দল অংশ নিতে না পারে, সে জন্য তারা মানুষ পুড়িয়ে হত্যা করতে শুরু করে। কিন্তু এ দেশের মানুষ তাদের বয়কট করেছে। তারা ভোট দিয়ে নতুন সরকার গঠন করেছিল।

২০২৪ সালের নির্বাচনে বিএনপি না এসে একই কায়দায় রক্তের হলি খেলা শুরু করে বলে মন্তব্য করে আসাদুজ্জামান খান বলেন, ‘২৮ অক্টোবর বিএনপি দেশজুড়ে অরাজকতা শুরু করে। আমরা অবাক বিস্ময়ে দেখলাম, বিএনপি তাদের আন্দোলন সংগ্রামের নামে একজন প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালাল, হাসপাতালে আক্রমণ করল, এমনকি তারা সাংবাদিক ও মহিলাদেরও নির্মমভাবে পিটিয়েছে। এসব কর্মকাণ্ড করে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।’

সমাবেশে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য সৌমেন্দ্র প্রসাদ পান্ডে ও কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য বিপ্লব হাসান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী, রংপুর রেঞ্জের ডিআইজি মো. আবদুল বাতেন, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী ও সাধারণ সম্পাদ আমান উদ্দিন আহমেদসহ পুলিশের কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটের উদ্দেশে কুড়িগ্রাম ছাড়েন।