সিলেট-৩ আসনে এনপিপির প্রার্থী আম প্রতীকের মানববন্ধন

- আপডেট সময় : ০৯:৪৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ১২০ বার পড়া হয়েছে
রুহুল আমীন তালুকদার,সিলেটঃ
সিলেট- দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউপির গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত ও ন্যাশনাল পিপল’স পার্টি(এনপিপি)’র সিলেট-৩ আসনের প্রার্থী আনোয়ার হোসেন আফরোজের আম প্রতীকের ব্যানার-পোস্টার ছিঁড়ে , ময়লা লাগিয়ে নষ্ট করে এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা এর প্রতিবাদে প্রার্থীসহ বিক্ষুব্ধ স্হানীয় এলাকাবাসী মানববন্ধন করেছেন।৩০ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় স্হানীয় কামালবাজরে এ’মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে এনপিপির প্রার্থী আনোয়ার হোসেন আফরোজ বলেন, এ’ঘটনার বিষয়ে আমি নিজে দক্ষিণ সুরামা থানায় উপস্হিত হয়ে গত- ২৭ ডিসেম্বর ১৪২৩ নং জেনারেল ডায়রী (জিডি) এন্টি করেছি।গত- ২৬ ডিসেম্বর দিবাগত রাত ইউনিয়নের ক্রোরীগ্রামে নির্বাচনী কার্যালয়ের পোস্টার-ব্যানার গুলো ময়লা লাগিয়ে নষ্ট করে, ছিঁড়ে আগুন লাগিয়ে জ্বালিয়ে দেয় দু্র্বৃত্তরা। আমার সন্দেহ হয় প্রতিপক্ষরা আমার জনপ্রিয়তা দেখে এবং আমার আম প্রতীকের পোর্টার ও ব্যানারে ময়লা লাগিয়ে, ছিঁড়ে ও আগুন লাগিয়ে পুড়িয়ে দিলেই তারা মনে করছে ভয়ে আমি নির্বাচন থেকে সরে যাব, তা কখনও হবেনা।আমি আমার আদর্শ ও নীতিতে অটল রয়েছি, আমার দলের ভাবমূর্তি রক্ষার স্বার্থে আমার শরীরে শেষ রক্তবিন্দু থাকা সত্তেও নির্বাচন থেকে সরেদ্বাড়াব না ইনশাআল্লাহ এ বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসক পুলিশ সুপার জেলা নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তাসহ নির্বাচন সংশ্লিষ্ট সবার দৃষ্টি আকর্ষণ করে বলেন আমি চাই নির্বাচন যেন সুষ্ঠু অবাধ নিরপেক্ষ হয়। জনসাধারণ যেন সুষ্ঠুভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি আরও বলেন আমি চাই নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছে তারা যেন বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করে এবং আমিসহ সব প্রার্থীদের যেন সমানভাবে প্রচার প্রচারণার সুযোগ করে দেওয়া হয়। আমরা যেন একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান করতে পারি সবাই মিলেমিশে যেন একটি অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারি সেই ব্যবস্থা তৈরি করে দেওয়ার সংশ্লিষ্ট সকলের প্রতি উধার্থ আহব্বান জানাচ্ছি। মানববন্ধনে উপস্হিত আন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন , আওলাদ হোসেন লিলু, এরশাদ আলী, সুরমান আলী, ওয়ারিছ আলী, মকবুল আলী, ফিরোজ আলী, মোতাওয়াল্লি আব্দুর রহমান, তৈয়ব আলী, হাফিজ শফিকুর রহমানসহ গণতন্ত্র বিকাশ মঞ্চ সমর্থিত ও ন্যাশনাল পিপল’স পার্টি(এনপিপি)’র নেতৃবৃন্দ।